বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ও শ্যামল মাইতি
https://parstoday.ir/bn/news/event-i147900-বিজেপি_ছেড়ে_তৃণমূলে_যোগ_দিলেন_হলদিয়ার_বিধায়ক_তাপসী_মণ্ডল_ও_শ্যামল_মাইতি
সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া আসনের বিজেপি দলীয় বিধায়ক তাপসী মণ্ডল। আজ (সোমবার) বিকেলে তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১০, ২০২৫ ১৭:৩৫ Asia/Dhaka
  • তাপসীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস
    তাপসীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস

সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া আসনের বিজেপি দলীয় বিধায়ক তাপসী মণ্ডল। আজ (সোমবার) বিকেলে তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি।

একইসঙ্গে রাজ্যের ক্ষমতাসীন দলে যোগদান করেন বিজেপি নেতা শ্যামল মাইতিও। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক, বিদ্যুৎ এবং আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস।

বিজেপি ত্যাগ প্রসঙ্গে তাপসী মণ্ডল বলেন, ‘‘বিভাজনের রাজনীতি চলছে। দেখতে পাচ্ছি মানুষ তা প্রত্যাখ্যান করছেন। আমার পক্ষেও এই রাজনীতি মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল।’’

তৃণমূলে যোগ দেওয়ার কারণ সম্পর্কে তাপসী হলদিয়ার উন্নয়নের কথাও উল্লেখ করেন। পাশাপাশি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও আঙুল তোলেন তিনি। বলেন, ‘‘ওঁর মাধ্যমেই আমাকে কোণঠাসা করা হচ্ছিল। বাইরে থেকে এসে সকলের সঙ্গে বিরোধিতায় জড়াচ্ছেন।’’

১৯৯৭ সাল থেকে টানা সিপিএম-এর টিকিটে চারবার হলদিয়া পুরসভার কাউন্সিলার হন তাপসী। ২০১৬ সালে হলদিয়া বিধানসভায় সিপিএমের টিকিটে বিধায়ক হন। পরে তিনি তৃণমূলে যোগদান করেন। ২০২১ সালে তিনি বিজেপির টিকিটে বিধায়ক হন এবং ২০২৩ সালে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব নেন তাপসী।

বিধানসভা নির্বাচনের আগে তাপসী এবং শ্যামলের তৃণমূলে যোগদান বিজেপির জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখনও পর্যন্ত এই যোগদান নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।#

পার্সটুডে/এমএআর/১০