এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল দখলদার ইসরা‌ইল
(last modified Mon, 10 Mar 2025 12:59:44 GMT )
মার্চ ১০, ২০২৫ ১৮:৫৯ Asia/Dhaka
  • এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল দখলদার ইসরা‌ইল

হামাসের হাতে থাকা অবশিষ্ট ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার জন্য হামাসকে বাধ্য করতে গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেয়ার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর আগে এই পদক্ষেপ নিল তেল আবিব।

গতকাল (রোববার) ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন এ ঘোষণা দেন। এক সপ্তাহ আগে ইসরাইল গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে গাজার ২০ লাখ মানুষ ইসরাইলর চরম বর্বরতার নতুন শিকার।

গতকাল এক ভিডিও বার্তায় কোহেন বলেন, “জিম্মিদের ফিরিয়ে আনতে এবং যুদ্ধ শেষে গাজায় আর একদিনও যেন হামাসের অস্তিত্ব না থাকে, তা নিশ্চিত করতে আমাদের হাতে যা কিছু আছে, তার সবই আমরা ব্যবহার করব।”

বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হলে শুরুতেই গাজায় পানি বিশুদ্ধকরণ ব্যবস্থায় প্রভাব পড়বে বলে আশংকার করা হচ্ছে। গাজার বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরাইল সরকার বলেছে, তারা গাজায় পানি সরবরাহ বন্ধ করে দেয়ার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১০