পবিত্র রমজানে কাশ্মীরে অশ্লীল ফ্যাশন শো, মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ
(last modified Mon, 10 Mar 2025 13:44:44 GMT )
মার্চ ১০, ২০২৫ ১৯:৪৪ Asia/Dhaka
  • ওমর আবদুল্লাহ
    ওমর আবদুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পবিত্র রমজান মাসে অশ্লীল ফ্যাশন শো আয়োজনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রিপোর্ট তলব করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ (সোমবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গুলমার্গের স্কি রিসোর্টে অনুষ্ঠিত ওই ফ্যাশন শো'র কিছু ছবিতে অর্ধ-নগ্ন পুরুষ ও নারীদের পাতলা পোশাক পরে র‍্যাম্পে হাঁটতে দেখা গেছে।

এর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, পবিত্র রমজান মাসে এ ধরনের ইভেন্ট আয়োজন করায় তিনি জনগণের ক্ষোভ এবং আঘাত সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। ওমর আবদুল্লাহ ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবির একটি পোস্ট শেয়ার করে তিনি সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মীরওয়াইজ উমর ফারুক বলেছেন, "পবিত্র রমজান মাসে গুলমার্গে একটি অশ্লীল ফ্যাশন শো আয়োজন করা হয়েছে, যার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সুফি-সাধকের সংস্কৃতি এবং কাশ্মীরি জনগণের গভীর ধর্মীয় দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এই উপত্যকায় এটি কীভাবে সহ্য করা যেতে পারে? জড়িতদের অবিলম্বে জবাবদিহি করা উচিত।”#

পার্সটুডে/এমএআর/১০