গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে
(last modified Wed, 12 Mar 2025 04:41:01 GMT )
মার্চ ১২, ২০২৫ ১০:৪১ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে

​​​​​​​গত ২৪ ঘন্টা ধরে গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাবাহিনী দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং কমপক্ষে আট ফিলিস্তিনিকে শহীদ করেছে।

আল-জাজিরার তথ্য অনুসারে, গাজা শহরের দক্ষিণ-পূর্বে নেটজারিম করিডরের কাছে ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ছয় ফিলিস্তিনি শহীদন হয়েছেন। এছাড়া, রাফা শহরের পূর্বে আশ-শাওকা শহরে ইসরাইলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নারী শহীদ হন।

মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে ইসরাইলি বাহিনী এক ফিলিস্তিনি মেয়েকে গুলি করে হত্যা করেছে।

এদিকে, দক্ষিণ গাজার খান ইউনুস শহরে ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে ইহুদিবাদী সেনারা গুলি চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলের এসব যুদ্ধবিরতির ফলে হামাস ও ইসরাইলের মধ্যকার চলমান দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনার ঝুঁকির মুখে পড়েছে। ইসরাইলের আগ্রাসন অব্যাহত থাকলে যেকোন সময় যুদ্ধবিরতির এই আলোচনা ভেঙে পড়তে পারে এবং দুপক্ষের মধ্যে পুরোমাত্রায় সংঘাত শুরু হতে পারে। যুদ্ধবিরতির প্রশ্নে ইসরাইল তার প্রতিশ্রুতি রক্ষা করছে না। কাতারের রাজধানী দোহায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা চলছে।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।