পাকিস্তানের জিম্মি ট্রেনের সব যাত্রী উদ্ধার, ৩৩ সন্ত্রাসীর সবাই নিহত
(last modified Thu, 13 Mar 2025 08:12:34 GMT )
মার্চ ১৩, ২০২৫ ১৪:১২ Asia/Dhaka
  • পাকিস্তানের জিম্মি ট্রেনের সব যাত্রী উদ্ধার, ৩৩ সন্ত্রাসীর সবাই নিহত

দীর্ঘ ও শ্বাসরুদ্ধকর অভিযানের পর পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনের সব যাত্রী উদ্ধারে সক্ষম হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ট্রেনে থাকা প্রায় সাড়ে তিনশ যাত্রীকে উদ্ধার করেছে তারা।

গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়ে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে পাকিস্তান সীমান্ত বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

পাকিস্তানের এ কর্মকর্তা জানান, ট্রেনের জিম্মি ৩৪৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা ২৭ সৈন্যকে সন্ত্রাসীরা হত্যা করেছে।

মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারে যাওয়ার সময় জাফর এক্সপ্রেস নামের ট্রেনে হামলা চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। বিভিন্ন সূত্রের খবরে বলা হচ্ছে- ট্রেনটিতে চারশ’র বেশি আরোহী ছিলেন, যাদের সবাইকে জিম্মি করা হয়। পরে খবর পেয়ে সেখানে যৌথ অভিযান পরিচালনা করে পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ বা এসএসজি এবং ফ্রন্টিয়ার কোরের সদস্যরা। ট্রেন জিম্মি করার ঘটনায় আফগানিস্তানের একটি গোষ্ঠীর হাত রয়েছে বলে জানিয়েছেন জেনারেল শরীফ চৌধুরী।#

পার্সটুডে/এসআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।