তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে শত্রুরা ইরানের জন্য সমস্যা তৈরি করতে পারবে না
(last modified Thu, 13 Mar 2025 13:03:51 GMT )
মার্চ ১৩, ২০২৫ ১৯:০৩ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট বলেছেন: নিজস্ব শক্তি ও সামর্থ্যের ওপর নির্ভর করলে শত্রুরা তেল নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের জন্য কোনো সমস্যাই তৈরি করতে পারবে না।

বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ (বৃহস্পতিবার) দক্ষিণ-পূর্ব তেহরান প্রদেশের শিল্প ও হস্তশিল্পীদের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন।

তিনি জোর দিয়ে বলেন: ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। তিনি আরও বলেন: যে কোনও জাতি তার নিজস্ব বস্তুগত মূলধনের ওপর নির্ভরশীল থাকবে একদিন ধ্বংস হয়ে যাবে। কাজেই মানব সম্পদ, উৎপাদনকারী, শিল্পী, ব্যবসায়ী এবং বিজ্ঞানীদের প্রতি মনোযোগ দেওয়া উচিত।

দেশের বিজ্ঞানী, বিশেষজ্ঞ, শিল্পী এবং উৎপাদনকারীদের সক্ষমতার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন: শিল্প-কর্মীদের জন্য সরকার নিঃশর্ত সহযোগিতা দেওয়াকে সমর্থন করছে এবং এই গোষ্ঠীকে কাজ করার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম প্রদানের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন: আমাদের মাঝে অবশ্যই এমন কিছু লোক আছে যারা নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে পারে, নতুন কিছু করতে পারে। তবে সব কিছুর আগে আমাদের মধ্যে এই বিশ্বাসটুকু লালন করতে হবে।

বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে নতুন নতুন আইডিয়া ও সমর্থন প্রয়োজন। সেইসঙ্গে নতুন পরিস্থিতি তৈরি করে আমরা মর্যাদা এবং গর্বের সাথে একসাথে বসবাস করতে পারি বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।