পুতিনের হুঁশিয়ারি
‘কুরস্কে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে রেহাই দেবে রাশিয়া’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চল নিয়ে ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সেনারা হয় কুরস্কে আত্মসমর্পণ করবে, না হয় তারা মারা পড়বে। যুদ্ধবিরতির জন্য যখন জোরদার আলোচনা চলছে তখন তিনি এই হুঁশিয়ারি দিলেন।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে একমত হলেও পুতিন স্পষ্ট করে কিছু জানাননি। বরং তার কথায় নতুন করে আরো ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি শর্ত দিয়েছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। বৃহস্পতিবার মস্কোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুশ প্রেসিডেন্ট একথা বলেন।
সাংবাদিকদের পুতিন বলেন, “যুদ্ধবিরতির প্রস্তাবটি সঠিক। আমরা এটিকে সমর্থন করি। তবে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে যা আমাদের আলোচনা করা প্রয়োজন।” পুতিন বলেন, যুদ্ধবিরতি স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাবে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করবে। এ বিষয়ে আমেরিকার সঙ্গে সমঝোতার প্রয়োজন বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, “সম্ভবত আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলবো।”
মার্কিন প্রস্তাবিত ৩০ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়া ইউক্রেনের জন্য ভালো হবে বলে মনে করেন পুতিন। তিনি বলেন, “আমরাও এর পক্ষে; তবে এখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে।”
পুতিন বলেন, দ্বন্দ্বের একটি বিষয় হচ্ছে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চল। যেখানে ইউক্রেন গত আগস্টে সামরিক হামলা শুরু করে কিছু অঞ্চল দখলে নিয়েছে। তবে বর্তমানে সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন পুতিন। সেখানে ইউক্রেনের সৈন্যরা এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রুশ প্রেসিডেন্ট বলেছেন, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এ অঞ্চল আমাদের দখলে রয়েছে। আমরা পরিত্যক্ত অস্ত্র কব্জা করছি। এখানে মাত্র দুটি পথ খোলা রয়েছে। হয়তো ইউক্রেন কুরস্কে আত্মসমর্পণ করবে নয়তো তারা মরবে। এদিকে কুরস্ক ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউক্রেনের শীর্ষ কমান্ডার ওলেকসান্ডার সিরস্কি। একদিন আগে তিনি বলেছেন, যতক্ষণ সমীচীন হবে ততক্ষণ পর্যন্ত ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলে প্রতিরক্ষামূলক অবস্থান ধরে রাখবে।#
পার্সটুডে/এসআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।