লেবাননকে বাঁচাতে হলে দক্ষিণাঞ্চলকে বাঁচাতে হবে: পার্লামেন্ট স্পিকার
-
নাবি বেরি
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি বলেছেন, লেবাননকে রক্ষা করতে হলে দেশের দক্ষিণাঞ্চলকে রক্ষা করতে হবে এবং দেশের এক বিঘৎ ভূখণ্ডের বিষয়েও ছাড় দেওয়া হবে না।
তিনি এক ভাষণে আরও বলেন, "লেবানন সকল চাপ সত্ত্বেও তার এক বিঘৎ ভূখণ্ড বা তিল পরিমাণ ভূমি এবং সার্বভৌমত্বের বিষয়ে কারো সঙ্গে আপোষ করবে না।"
ইহুদিবাদী ইসরাইলের দখল থেকে নিজের সমস্ত ভূখণ্ড মুক্ত করার জন্য সকল প্রকার উপায় অবলম্বন করা হবে বলেও তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন।
নাবি বেরি আরও বলেছেন, "লেবাননকে রক্ষা করার জন্য দেশের দক্ষিণ অংশকে রক্ষা করতে হবে। আর লেবাননকে রক্ষা করা জাতীয় দায়িত্ব। এক্ষেত্রে কোনো মতবিরোধ থাকা অগ্রহণযোগ্য, এ ক্ষেত্রে ঐকমত্য বজায় রাখতে হবে।
লেবাননের পার্লামেন্টের স্পিকার বলেন, "বিশ্বাস করুন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে লেবাননের সামনে থাকা সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব।"
এদিকে, লেবাননের প্রতিরক্ষামন্ত্রী জাতিসংঘের লেবানন বিষয়ক প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর জাতিসংঘের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, জাতিসংঘের ১৭০১ নম্বর ইশতেহার বাস্তবায়নে সেনাবাহিনী এবং ইউনিফিলের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। কিন্তু দখলদার ইসরাইলি সেনাবাহিনী জাতিসংঘের ইশতেহার লঙ্ঘন করে চলেছে।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।