গাজায় বর্বর হামলা অব্যাহত
গাজায় ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান
-
পাকিস্তানের জাতীয় পতাকা
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল গাজায় ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। ইসরাইলের নতুন হামলায় চারশ'র বেশি নিরপরাধ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে এই হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং এই বিপজ্জনক পদক্ষেপ গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
গাজা তথা পশ্চিম এশিয়ায় অবিলম্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।
দখলদার ইহুদিবাদী ইসরাইল গতকাল (মঙ্গলবার) মধ্যরাত থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করেছে। খুনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটজের নির্দেশে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে পুনরায় গণহত্যা শুরু করেছে। এর মধ্যদিয়ে কার্যত যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে বর্বর এই বাহিনী।
মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী বাহিনী গাজায় আবাসিক বাড়ি-ঘর, স্কুল, শরণার্থী শিবির এবং অস্থায়ী তাঁবুগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।
সোমবার রাত থেকে শুরু হওয়া এই হামলায় শহীদের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। প্রাথমিক তথ্য মতে, হতাহতদের বেশিরভাগই শিশু এবং নারী।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।