গাজায় ইহুদিবাদী আগ্রাসনে প্রেস টিভির সংবাদদাতার বোন নিহত
(last modified Thu, 20 Mar 2025 09:13:27 GMT )
মার্চ ২০, ২০২৫ ১৫:১৩ Asia/Dhaka
  • গাজায় ইহুদিবাদী আগ্রাসনে প্রেস টিভির সংবাদদাতার বোন নিহত

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ পাশবিকতায় ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির সংবাদদাতার বোন নিহত হয়েছেন।

যুদ্ধাপরাধী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর জন্য যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার গভীর রাত থেকে গাজায় ভয়াবহ পাশবিক হামলা শুরু করেছে। হামলায় প্রেস টিভির সংবাদদাতা আহমেদ আল-নাজ্জারের একমাত্র বোন নিহত হন।

এ ঘটনায় নাজ্জার ও তার পরিবারকে শোক ও সমবেদনা জানিয়েছে প্রেস টিভি। নিউজ চ্যানেলটি নাজ্জারের নিহত বোনের রুহের মাগফেরাত কামনা করেছে।

গত দু’দিনে গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিকতায় অন্তত ৯৭০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। এই আগ্রাসনের ফলে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের যে ভঙ্গুর চুক্তি ছিল তা পুরোপুরি ভেঙে পড়ল।

গাজায় ১৫ মাস ধরে আগ্রাসন চালানো সত্ত্বেও নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে না পেরে গত জানুয়ারি মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি করতে বাধ্য হয় তেল আবিব।

গত ১ মার্চ সেই যুদ্ধবিরতির প্রথম ধাপের ৪২ দিন শেষ হলেও দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে গড়িমসি করে যুদ্ধাপরাধী নেতানিয়াহু সরকার। শেষ পর্যন্ত সে যুদ্ধবিরতি পুরোপুরি লঙ্ঘন করে আবার আগ্রাসন শুরু করল তেল আবিব।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।