সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ৭২ জনকে হত্যা করেছে এইচটিএস: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/event-i148216-সিরিয়ায়_৪৮_ঘণ্টায়_৭২_জনকে_হত্যা_করেছে_এইচটিএস_রিপোর্ট
সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ শাম বা এইচটিএস'র অস্ত্রধারীরা দেশ জুড়ে হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২২, ২০২৫ ২০:১১ Asia/Dhaka
  • সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ৭২ জনকে হত্যা করেছে এইচটিএস: রিপোর্ট

সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ শাম বা এইচটিএস'র অস্ত্রধারীরা দেশ জুড়ে হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে। 

গত ৪৮ ঘন্টায় সিরিয়া জুড়ে এইচটিএস ৭২ জনকে হত্যা করেছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা এসওএইচআর জানিয়েছে, বেশিরভাগ ঘটনা ঘটেছে তারতুস এবং লাতাকিয়ায়। যদিও কিছু হত্যাকাণ্ড আলেপ্পো, দারা, দেইর আযযৌর, দামেস্ক এবং হোমসেও সংঘটিত হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এইচটিএসের শাসনের ১০০ দিনে ৪,৭০০ জনেরও বেশি বেসামরিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।  অন্তত ১,৮০৫টি হত্যাকাণ্ড ঘটেছে সাম্প্রদায়িক পরিচয়ের ভিত্তিতে। 

সিরিয়ায় জোলানির শাসন দেশটিকে অনিয়ন্ত্রিত চরমপন্থার অভয়ারণ্যে পরিণত করেছে, সেখানে দীর্ঘ মেয়াদে সহিংসতা ও অস্থিরতা বজায় থাকার আশঙ্কা দেখা দিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে সংখ্যালঘুদেরকে নির্মমভাবে হত্যার ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে।# 

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।