ইয়েমেনের সা'দা ও হাজ্জাহ প্রদেশে আবারও মার্কিন বিমান হামলা
-
ইয়েমেনে মার্কিন হামলা
পার্সটুডে- আজ (সোমবার) ভোরেও আমেরিকার জঙ্গিবিমানগুলো ইয়েমেনের সা'দা এবং হাজ্জাহ প্রদেশে বোমা হামলা চালিয়েছে।
ইয়েমেনি সূত্র জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো ইয়েমেনের সা'দা প্রদেশের আল-আম্মার এবং হাজ্জাহ প্রদেশের বানি হাসান এলাকায় তিনবার বোমা হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।
এর আগ গতকাল রোববার (৬ এপ্রিল) দেশটির রাজধানী সানায় বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে নারী-শিশুসহ আরও ২০ জন আহত হয়েছেন।
সানার একটি বাড়িতে জঙ্গিবিমান থেকে বোমা ফেলা হয়। পাশাপাশি, সানার পশ্চিমে বনি মাতার জেলার আল-জাবাল আল-আসওয়াদ এলাকাতেও তিনটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এর আগে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ জানিয়েছে, মার্কিন বিমান হামলায় তাদের সা'দা প্রদেশে কমপক্ষে দুজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।
গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের লক্ষ্যে ইসরাইল ও তাদের সহযোগীদের স্বার্থে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী। এ কারণে আমেরিকা ইয়েমেনকেও ধ্বংস করার চেষ্টা করছে।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।