গণতান্ত্রিক একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: নাহিদ ইসলাম
https://parstoday.ir/bn/news/event-i150220-গণতান্ত্রিক_একটি_বাংলাদেশ_গড়ার_স্বপ্ন_দেখছি_নাহিদ_ইসলাম
বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতার সম্মিলিত চেতনায় গড়ে উঠবে এক বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও মর্যাদাসম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থান সেই স্বপ্ন বাস্তবায়নের পথ।'
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৪, ২০২৫ ১৬:০৫ Asia/Dhaka
  • এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
    এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতার সম্মিলিত চেতনায় গড়ে উঠবে এক বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও মর্যাদাসম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থান সেই স্বপ্ন বাস্তবায়নের পথ।'

আজ (শুক্রবার ৪ জুলাই) দুপুর ২টার দিকে ঠাকুরগাঁওয়ের আর্টগ্যালারি মডেল মসজিদে নামাজ শেষে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত 'জুলাই পদযাত্রা' কর্মসূচিতে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, 'বন্ধুগণ, আমরা জানি, জুলাই-আগস্ট মাসেই এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে নেমেছিল। সেই সময়ে হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে শহীদ ও আহত হয়েছেন। আমরা তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।'

তিনি আরও বলেন, 'ফ্যাসিবাদী শাসনব্যবস্থা এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি। পুরনো সেই দমনমূলক সিস্টেম এখনও টিকে আছে। তাই সেই ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনসিপির যাত্রা। আমাদের কার্যক্রম সারা দেশে বিস্তৃত। জনগণের প্রতি আহ্বান থাকবে—আপনারা বিকল্প ও তরুণ নেতৃত্বকে বেছে নিন, আমাদের শক্তি দিন।'

নাহিদ ইসলাম বলেন, 'আমরা লড়ছি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়ন, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে। এ ঘোষণাপত্র অবশ্যই জুলাই-আগস্টের মধ্যেই প্রকাশ করতে হবে—এটাই আমাদের দৃঢ় অবস্থান।'

বিএসএফের সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, 'এটা আর হাসিনার বাংলাদেশ নয়। এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ছাত্র-জনতার বাংলাদেশ। তাই বাংলাদেশ চলবে কেবল দেশপ্রেমিকদের হাত ধরে। সীমান্তে যেকোনো মূল্যে হত্যা বন্ধ করতে হবে।'

উত্তরবঙ্গের প্রতি সরকারের অবহেলার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, 'ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের অবহেলিত জেলাগুলো আর বৈষম্যের শিকার হবে না। উন্নয়ন মানে শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নয়—দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন পৌঁছাতে হবে। তখনই সেই উন্নয়ন হবে গ্রহণযোগ্য।'#

পার্সটুডে/জিএআর/৪