ফুঁসে উঠলেন মমতা, কী বললেন মমতা?
বাংলাদেশি সন্দেহে ৫২ শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি হরিয়ানা সরকারের!
অন্যরাজ্যের বাঙালি শ্রমিকদের হেনস্তা করা নিয়ে ফের তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশি সন্দেহ ৫২ শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে হরিয়ানা সরকার।
আজ(মঙ্গলবার) এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের আশ্বাস দিয়ে বললেন, 'কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ করব। এভাবে বাংলা দখল করতে পারবে না।'
গত কয়েকদিন ধরেই অন্যরাজ্যে হেনস্তার শিকার হচ্ছেন বাঙালিরা। বাংলাদেশি সন্দেহে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ নবান্নে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি বাংলাদেশি সন্দেহ ৫২ জন শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে হরিয়ানা সরকার। সেখানে শ্রমিকদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জানা গিয়েছে, এই শ্রমিকেরা মালদহ, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, নদিয়া, মুর্শিদবাদা, কোচবিহার ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
এই ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়ে মমতা বললেন, 'ভাষা সন্ত্রাস চলছে। এবার প্রতি জেলা বেছে বেছে তল্লাশি চালানো হচ্ছে। যাতে পশ্চিম বাংলাকে সংকটে ফেলা যায়।” এরপরই আশ্বাস দিয়ে বললেন, 'কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ করব। এভাবে বাংলা দখল করা যাবে না।'
এরপরই মমতার প্রশ্ন, বাংলার শ্রমিকদেরকে হেনস্তা করা হচ্ছে, কিন্তু পহেলগাঁওয়ের সন্ত্রাসীদের কেন গ্রেপ্তার করা হল না। মণিপুর ইস্যুতে হেমন্ত বিশ্বশর্মাকে টার্গেট করলেন তিনি। বিজেপিকে একহাত নিয়ে মমতা বললেন, 'আমাদের ওপর অত্যাচার না করে ঘর সামলান। ঘরে আগুন লাগলে তা নেভাবেন কী করে ভাবুন। বাংলার দিকে তাকানোর দরকার নেই। বাংলা এক নম্বরে ছিল, আছে, থাকবে।'#
পার্সটুডে/জিএআর/২২