গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসছে: অক্সফাম
-
গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসছে: অক্সফাম
পার্স টুডে-গাজা উপত্যকায় মানবিক সংকট এক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই মন্তব্য করে আরও জানিয়েছে, সমগ্র অঞ্চলে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে।
অক্সফাম জোর দিয়ে বলছে, ক্ষুধা ও দুর্ভিক্ষ বহু বেসামরিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং গাজায় এক মানবিক বিপর্যয় নেমে আসছে।
আন্তর্জাতিক সংস্থা অক্সফাম বৃহস্পতিবার এক বিবৃতিতে আরও জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত নীরবতা এবং সাহায্য সংস্থাগুলোর বারবার সতর্কীকরণের প্রতি যথাযথ জবাবের অভাব রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে: গাজার জনগণ অপুষ্টি ও পানিদূষণসহ গুরুতর সংকটের সাথে লড়াই করছে। এসব সংকট বিপর্যয়কর এবং অভূতপূর্ব বর্তমান পরিস্থিতিতে তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। অক্সফামের বিবৃতিটি এমন এক সময়ে এসেছে যখন গাজা উপত্যকার ক্রসিংগুলো বর্ণবাদী ইসরাইল ১৪০ দিনেরও বেশি সময় ধরে সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে। দখলদার ইসরাইলের এসব কর্মকাণ্ড যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির লঙ্ঘন। ইসরাইল যথারীতি যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে।#
পার্সটুডে/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।