ইসরায়েলি জেনারেল: নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজায় দিনদিন ডুবে যাচ্ছে
https://parstoday.ir/bn/news/event-i151084
ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশন বিভাগের সাবেক প্রধান বলেছেন যে  ইসরায়েলি সেনাবাহিনী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার গাজা দখলের পরিকল্পনায় বিশ্বাস করে না এবং গাজার মন্ত্রিসভা আরো গভীরে ডুবে যাচ্ছে।
(last modified 2025-08-10T13:03:54+00:00 )
আগস্ট ১০, ২০২৫ ১৮:৪৫ Asia/Dhaka
  • ইসরায়েলি জেনারেল: নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজায় দিনদিন ডুবে যাচ্ছে

ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশন বিভাগের সাবেক প্রধান বলেছেন যে  ইসরায়েলি সেনাবাহিনী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার গাজা দখলের পরিকল্পনায় বিশ্বাস করে না এবং গাজার মন্ত্রিসভা আরো গভীরে ডুবে যাচ্ছে।

রোববার জেনারেল ইসরায়েলি জিভ গাজা শহর দখল করার বিষয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভার পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। এছাড়া শাসক গোষ্ঠীর সামরিক ও নিরাপত্তা কমান্ডাররা এর পরিণতির কারণে এই ধরণের পদক্ষেপের ব্যাপক বিরোধিতার কথা উল্লেখ করে তিনি বলেছেন,  "মন্ত্রিসভা সশস্ত্র বাহিনীর প্রধানের উপর এমন একটি পরিকল্পনা চাপিয়ে দিচ্ছে যা সেনাবাহিনী বিশ্বাস করে না।" 

তিনি আরো বলেন: "এই পরিকল্পনার মাধ্যমে নেতানিয়াহু মন্ত্রিসভার জন্য  গাজায় আরো গভীর গর্ত খনন করছেন।"

পার্সটুডে/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।