আফগানিস্তানের রাজধানী কাবুলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত
আগস্ট ২৭, ২০২৫ ১৭:৪১ Asia/Dhaka
-
কাবুলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত
ইরানের মেহর সংবাদ সংস্থা এবিসি নিউজের বরাত দিয়ে জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বাস উল্টে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।
তালেবানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, কাবুলের আরকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি দক্ষিণ আফগানিস্তান থেকে যাচ্ছিল এবং হেলমান্দ ও কান্দাহার থেকে যাত্রী বহন করছিল।
তিনি বলেন, অসাবধানতাবশত গাড়ি চালানোই দুর্ঘটনার কারণ, ফলে আরো ২৭ জন আহত হয়েছে।
এক সপ্তাহেরও কম সময় আগে পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে প্রায় ৮০ জন নিহত হওয়ার পর ফের এই দুর্ঘটনা ঘটে।#
পার্সটুডে/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ