অন্ধকার দিন অপেক্ষা করছে; তোমরা আর নিরাপত্তা পাবে না: ইয়েমেনের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/event-i151550-অন্ধকার_দিন_অপেক্ষা_করছে_তোমরা_আর_নিরাপত্তা_পাবে_না_ইয়েমেনের_প্রেসিডেন্ট
ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাওয়ি ও আট কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ৩১, ২০২৫ ০৯:৫০ Asia/Dhaka
  • ইয়েমেনের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত
    ইয়েমেনের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত

ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাওয়ি ও আট কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত।

গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইহুদিবাদি ইসরায়েল। এতে আহমেদ আল-রাহাওয়িসহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন। এই বর্বরোচিত হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত গতকাল (শনিবার) এক ভাষণে বলেন, আমাদের প্রতিশোধ কখনো নিস্তেজ হয় না, তোমাদের জন্য অন্ধকার দিন অপেক্ষা করছে আজকের পর থেকে তোমরা আর নিরাপত্তার স্বাদ পাবে না।

তিনি আরও যোগ করেন, “এই মহান শহীদদের রক্ত আমাদের অবিচলতা, অধ্যবসায় ও আত্মনিবেদনকে আরও শক্তিশালী প্রেরণা জোগাবে এবং জাতি তাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে।"

ইসরায়েলকে উদ্দেশ করে ইয়েমেনের প্রেসিডেন্ট বলেন, “তোমরা আমাদের দৃঢ়তা ভাঙতে পারবে না, কারণ আমরা আল্লাহর সঙ্গে আছি… আমাদের জন্য আল্লাহর দেওয়া মর্যাদা হলো শাহাদাত, আর তাঁর নিশ্চিত প্রতিশ্রুতি হলো অবশ্যম্ভাবী বিজয়।”

ইয়েমেনের রাজধানীতে ইসরাইলি বিমান হামলায় ন্যাশনাল গভর্নমেন্ট অফ চেঞ্জ অ্যান্ড কনস্ট্রাকশনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাওয়ি এবং বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী অন্যদের শাহাদতের পর এই মন্তব্য এল।

প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত ইসরায়েলি হামলায় নিহতদেরকে “দায়িত্বশীলতা ও সেবার মডেল” আখ্যা দেন, যারা নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থন করার জাতির নীতিগত অবস্থানের সেবা করতে গিয়ে তাদের জীবন হারিয়েছেন।

তিনি বলেন, এই শহীদরা প্রাণ দিয়েছেন 'আল্লাহর সবচেয়ে কঠিন শত্রু, অপরাধী ইহুদিবাদীদের' বিরুদ্ধে দাঁড়িয়ে।

ইয়েমেনের আসন্ন প্রতিশোধের ব্যাপকতা জোর দিয়ে প্রেসিডেন্ট মাশাত বিদেশি কোম্পানিগুলোকে 'দেরি হওয়ার আগে' দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান। তার ভাষায়, “ইয়েমেনি রক্ত সাম্রাজ্যের সিংহাসনকে উল্টে দেয়… তাহলে একটি ক্ষণস্থায়ী সত্ত্বার (ইসরায়েল) পরিণতি কী হবে?”

পার্সটুডে/এমএআর/৩১