ইসরাইলি যুদ্ধবিমান গাজার আস-সুসি আবাসিক টাওয়ার ধ্বংস করে দিয়েছে
-
গাজার আস-সুসি আবাসিক টাওয়ার ধ্বংস করলো ইসরাইল
পার্সটুডে: ইসরাইলি যুদ্ধবিমান গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে তেল আল-হাওয়ায় UNRWA'র সদর দপ্তরের বিপরীতে অবস্থিত আস-সুসির আবাসিক টাওয়ার লক্ষ্য করে হামলা চালিয়ে ভবনটিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে।
স্পুতনিকের এক প্রতিবেদন অনুসারে, ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের উপর নৃশংস আক্রমণ চালিয়ে যাওয়ার পাশাপাশি আরও বেশ কয়েকটি টাওয়ারের অধিবাসীদেরকে অবিলম্বে চলে যাবার জন্য সতর্কতা দিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী হামলা চালানোর আগে গাজা শহরের আর-রুইয়া এবং আস-সুসি টাওয়ারের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
একই সময়ে আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে তেল আল-হাওয়ায় UNRWA সদর দপ্তরের বিপরীতে অবস্থিত আল-সুসি আবাসিক টাওয়ার লক্ষ্য করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে: আমরা কিছুক্ষণ আগে হামাসের ব্যবহৃত একটি বহুতল ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছি। যে ভবনটি আমরা লক্ষ্য করেছিলাম ওই ভবনে হামাস আমাদের সৈন্যদের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের ডিভাইস এবং পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছিল "
অন্যদিকে, হাসপাতাল সূত্র জানিয়েছে যে গাজা শহরের উত্তরাঞ্চলীয় শেখ রেদওয়ানের একটি বাড়িতে ইসরাইলি সেনাবাহিনী হামলা চালিয়েছে। ওই হামলায় ৮জন শহীদ এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
একই সময়ে, চিকিৎসা সূত্র ঘোষণা করেছে যে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর আজকের হামলায় ২১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজা শহরে চালানো হামলায় ই ১৩ জন শহীদ হন।#
পার্সটুডে/এনএম/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।