তিন দিনে ছয় দেশে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i151896-তিন_দিনে_ছয়_দেশে_হামলা_চালিয়েছে_দখলদার_ইসরাইল
যুক্তরাষ্ট্রের মদতে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। মাত্র ৭২ ঘণ্টা মধ্যে তারা ছয়টি দেশে হামলা চালিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৫ ২০:৩২ Asia/Dhaka
  • তিন দিনে ছয় দেশে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল
    তিন দিনে ছয় দেশে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল

যুক্তরাষ্ট্রের মদতে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। মাত্র ৭২ ঘণ্টা মধ্যে তারা ছয়টি দেশে হামলা চালিয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক আইন অমান্য করে কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরাইল। তাদের দাবি সেখানে হামাস নেতৃবৃন্দের বৈঠককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের ওই হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। যার মধ্যে হামাসের রাজনৈতিক শাখার উচ্চপদস্থ নেতা খালিদ আল হাইয়া অন্তর্ভুক্ত। মূলত তার কার্যালয় লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। এতে হাইয়ার সঙ্গে তার তিনজন দেহরক্ষী এবং কাতারের এক সেক্রেটারি নিহত হয়েছেন। তবে অন্যান্য কয়েকজন উচ্চপদস্থ নেতা প্রাণে বেঁচে যান।

সেসময় ইসরাইলের হামলা শুধু কাতারেই সীমাব্ধ ছিলোনা। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে আরও অন্তত পাঁচটি দেশে হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার এবং ইয়েমেনে হামলা চালানো হয়েছে। সোমবার থেকে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ১৫০ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে সোমবার ৬৭ জনের মৃতদেহ গ্রহণ করেছে হাসপাতাল। এছাড়া ৩২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজায় হামলার মধ্যেই সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে লেবাননের বেক্কা এবং হেরমেল জেলায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সেখানে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। হিজবুল্লাহর অস্ত্রাগার এবং তাদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। যদিও তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এখনও হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত নভেম্বরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর হিজবুল্লাহকে টার্গেট করে পুনরায় হামলা চালানো ইসরাইল।

একই দিন সিরিয়ারতেও হামলা চালায় দেশটি। ওই দিন লাতাকিয়া নামক শহরের একটি বিমান ঘাঁটি এবং সামরিক ব্যারাকে হামলা চালানো হয়। তবে এতে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। ইসরাইলের ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে।

সোমবার রাতে তিউনিসিয়ার গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রধান জাহাজ বন্দরে নোঙ্গর করার সময় ড্রোন হামলার শিকার হয়। ধারণা করা হচ্ছে এটি ইসরাইলের হামলার অংশ। ড্রোন হামলায় বোটটিতে আগুন লেগে যায়। ২৩ মিটার লম্বা ওই জাহাজটিতে পর্তুগালের পতাকা ছিল। জাহাজের বোর্ডে ছয়জন কর্মকর্তা অবস্থান করছিলেন। ওই হামলায় জাহাজের প্রধান ডেক মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পান জাহাজে অবস্থানকারী যাত্রী এবং ক্রু।

এদিকে বুধবার ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরাইল। যেটি এক মাসের মধ্যে তেল আবিবের দ্বিতীয় হামলা। এর আগে ২৮ আগস্ট ইসরাইলের বিমান হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই নিহত হন।#

পার্সটুডে/এমআরএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।