ভারতের পুশ-ইন অব্যাহত
ঠাকুরগাঁও ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে দুই দিনে ১৪ জনকে পুশ-ইন
-
সীমান্ত দিয়ে দুদিনে ১৪ জনকে পুশ-ইন
ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন অব্যাহত রয়েছে। আজ (শুক্রবার) ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে দুজন এবং গতকাল মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১২ জন রোহিঙ্গাকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুর ২টার দিকে ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ নম্বর মূল সীমান্ত পিলারের ৪ নম্বর সাব পিলার এলাকায় বিএসএফ সদস্যরা দুজন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে। তাদের বাড়ি সাতক্ষীরার শ্রীরামপুর গ্রামে। সম্পর্কে তারা মা ও ছেলে। পরে বিজিবি তাদের আটক করে।
তারা হলেন, শ্রীরামপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী জেসমিন (৩৭) ও ছেলে মো. জাকারিয়া (১৯)।
এ বিষয়ে বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, 'তারা দেড় বছর আগে কাজের সন্ধানে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মহারাষ্ট্রে গিয়েছিলেন। ৭-৮ দিন আগে মহারাষ্ট্র পুলিশ তাদের গ্রেপ্তার করে। গতকাল তাদের সীমান্ত এলাকায় এনে আজ দুপুরে পুশ-ইন করা হয়। আটকের পর তাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র ও অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই করা হয়। বাংলাদেশের নাগরিক হওয়ায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।'
এ ঘটনায় আগামী সোমবার সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, 'সীমান্তে আটক মা-ছেলে থানায় রয়েছে। তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।' এর আগে, গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাতামোড়াল পানপুঞ্জি সীমান্ত দিয়ে ১২ জন রোহিঙ্গাকে পুশ-ইন করেছে বিএসএফ।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) পরিচালক (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, 'গতকাল সকাল সাড়ে ৬টায় বড়লেখা সীমান্তের বাতামোড়ল পানপুঞ্জি নামক স্থান দিয়ে ১২ জন রোহিঙ্গাকে পুশ-ইন করে বিএসএফ। পরে বিজিবির টহলদল তাদের উদ্ধার করে। এরপর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।'
তাদের মধ্যে ৪ জন নারী ও ৫ জন শিশু
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, 'গতকাল রাত ১০টার দিকে বিজিবি আমাদের কাছে ১২ জন রোহিঙ্গাকে হস্তান্তর করে। আমরা এখন কক্সবাজারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।'#
পার্সটুডে/জিএআর/১৯