আল-কুদস সমগ্র মানবতার সম্মান ও মর্যাদার প্রতীক: এরদোয়ান
https://parstoday.ir/bn/news/event-i152170-আল_কুদস_সমগ্র_মানবতার_সম্মান_ও_মর্যাদার_প্রতীক_এরদোয়ান
পার্সটুডে-তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন: তুরস্ক জেরুজালেমের একটি নুড়ি-পাথরও ইসরাইলকে দিতে ইচ্ছুক নয়।
(last modified 2025-09-20T14:44:21+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২৫ ২০:৪১ Asia/Dhaka
  • তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোয়ান
    তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোয়ান

পার্সটুডে-তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন: তুরস্ক জেরুজালেমের একটি নুড়ি-পাথরও ইসরাইলকে দিতে ইচ্ছুক নয়।

ইরনার বরাত দিতে পার্সটুডে আরও জানায়: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জোর দিয়ে বলেন: মনে হচ্ছে নেতানিয়াহু মুসলমানদের প্রথম কিবলা জেরুজালেম সম্পর্কে তার সীমা জানেন না। তিনি মনে হয় প্রতিক্রিয়া পরিমাপ ও পরীক্ষা করার চেষ্টা করছেন। তবে আমরা পুরোপুরি জানি তারা কী খুঁজছেন। দখলদাররা এই পদক্ষেপের বিরোধিতা করলেও আঙ্কারা মুসলিম এবং সকল ধর্মের অধিকার রক্ষা করে যাবে। শিশু-হত্যাকারী ইহুদিবাদীদের উদ্দেশ্যে এরদোয়ান আরও বলেন: গাজার ৬৫,০০০ নিপীড়িত মানুষের রক্তে রঞ্জিত অপরাধীদের জানা উচিত-জেরুজালেম মুসলিম এবং সমগ্র মানবতার সম্মান। কুদসের মর্যাদা রক্ষা করার মানে হলো শান্তি ও সাধারণ মানবিক মূল্যবোধকে রক্ষা করা।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।