শত্রুর সামান্যতম ভুলেরও জবাব হবে ভয়াবহ এবং অনুশোচনা সৃষ্টিকারী: ইরানের সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/event-i152234-শত্রুর_সামান্যতম_ভুলেরও_জবাব_হবে_ভয়াবহ_এবং_অনুশোচনা_সৃষ্টিকারী_ইরানের_সেনাপ্রধান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল হাতেমি বলেছেন, সেনাবাহিনী ও আইআরজিসি'র যোদ্ধারা দ্রুততম সময়ের মধ্যে শত্রুর সামান্যতম আগ্রাসনের জবাব দেবে এবং এই জবাব হবে বুদ্ধিদীপ্ত, শক্তিশালী ও সমন্বিত।  আর যদি শত্রুরা আবারও ভুল করে বসে তাহলে এমন কঠিন জবাব দেওয়া হবে যাতে তারা অনুতাপ করতে বাধ্য হয়।
(last modified 2025-09-24T10:57:25+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৫ ২০:৩৫ Asia/Dhaka
  • পাকপুর (বামে) ও হাতামি (ডানে)
    পাকপুর (বামে) ও হাতামি (ডানে)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল হাতেমি বলেছেন, সেনাবাহিনী ও আইআরজিসি'র যোদ্ধারা দ্রুততম সময়ের মধ্যে শত্রুর সামান্যতম আগ্রাসনের জবাব দেবে এবং এই জবাব হবে বুদ্ধিদীপ্ত, শক্তিশালী ও সমন্বিত।  আর যদি শত্রুরা আবারও ভুল করে বসে তাহলে এমন কঠিন জবাব দেওয়া হবে যাতে তারা অনুতাপ করতে বাধ্য হয়।

পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতেমি-র সঙ্গে সাক্ষাৎ করেন।

এই সাক্ষাতে মেজর জেনারেল হাতেমি ইরানি জাতির স্বাধীনতাকামী মনোভাবের কথা তুলে ধরে বলেন- ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ইরানি জনগণ ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে ন্যায্য দাবি অর্থাৎ “স্বাধীনতা, মুক্তি ও ইসলামী প্রজাতন্ত্র”—কে তাদের প্রধান লক্ষ্য করেছে, যা শত্রুরা সহ্য করতে পারে না।  

তিনি আরও বলেন, শত্রুরা বিপ্লবের সূচনালগ্ন থেকেই চেয়েছিল ইরানি জাতি যেন তাদের ন্যায্য দাবিগুলো থেকে সরে আসে। কিন্তু আমাদের জনগণ নানা সমস্যা ও সংকট কাটিয়ে এবং অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তাদেরকে রুখে দেবে। শত্রুদের উচিত ইরানের জনগণ, ইসলামী শাসন ব্যবস্থা এবং ইসলামী বিপ্লব সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা। তারা ভুলের মধ্যে আছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।