প্রভাবশালীদের দিয়ে প্রচারণা চালাচ্ছে ইসরায়েল: প্রতি পোস্টে ৭,০০০ ডলার
https://parstoday.ir/bn/news/event-i152562-প্রভাবশালীদের_দিয়ে_প্রচারণা_চালাচ্ছে_ইসরায়েল_প্রতি_পোস্টে_৭_০০০_ডলার
ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভা একটি সমন্বিত অনলাইন প্রচারণা অভিযানের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের (ইনফ্লুয়েন্সার) প্রতি পোস্টে সর্বোচ্চ ৭,০০০ ডলার পর্যন্ত দিচ্ছে, যার উদ্দেশ্য জনমতকে নিজেদের পক্ষে গঠন করা।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
অক্টোবর ০১, ২০২৫ ১৯:২৭ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী বেনিয়ামিন
    প্রধানমন্ত্রী বেনিয়ামিন

ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভা একটি সমন্বিত অনলাইন প্রচারণা অভিযানের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের (ইনফ্লুয়েন্সার) প্রতি পোস্টে সর্বোচ্চ ৭,০০০ ডলার পর্যন্ত দিচ্ছে, যার উদ্দেশ্য জনমতকে নিজেদের পক্ষে গঠন করা।

ইসরাইল-সমর্থক মিডিয়া সমর্থন সংগ্রহ বিষয়ক এক বৈঠকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের প্রভাবশালীর প্রতি ইঙ্গিত করে দাবি করেন, “আমাদের পাল্টা লড়তে হবে। কীভাবে লড়ব? আমাদের ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে। আমি মনে করি, সুযোগ পেলে আপনাদেরও তাদের সঙ্গে কথা বলা উচিত। তারা খুবই গুরুত্বপূর্ণ।"

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অর্থ উপার্জনও বেশ লাভজনক হয়ে উঠেছে। অনলাইন ম্যাগাজিন রেসপনসিবল স্টেটক্রাফ্টের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এবং আগে প্রকাশিত হয়নি এমন কিছু নথি থেকে জানা গেছে যে, এই প্রভাবশালীরা টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ইসরায়েলের হয়ে প্রতি পোস্টে প্রায় ৭,০০০ ডলার পাচ্ছেন।

ব্রিজ পার্টনার্স (Bridge Partners) নামের একটি মার্কিন প্রতিষ্ঠান, যা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে কাজ করে, তাদের “ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন”-এর জন্য বেশ কিছু চালান পাঠিয়েছে 'হাভাস মিডিয়া গ্রুপ জার্মানি'র কাছে—এটি ইসরায়েলের হয়ে কাজ করা একটি আন্তর্জাতিক মিডিয়া গ্রুপ। চালানগুলোতে জুন মাসে শুরু হয়ে নভেম্বরে শেষ হওয়ার কথা থাকা ১৪-১৮ জন প্রভাবশালীর জন্য কনটেন্ট তৈরির জন্য ৯০০,০০০ ডলারের একটি অর্থ দেখানো হয়েছে।

ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট-এর অধীনে দায়ের করা নথিতে উল্লেখ করা হয়েছে যে অর্থটি "প্রভাবশালীদের জন্য অর্থপ্রদান এবং প্রোডাকশন" উভয়ের জন্যই, তবে বিভাজন করা হয়নি।

১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রশাসনিক প্রোডাকশন খরচ বিবেচনায় নিলে, এটি জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রভাবশালীদের জন্য আনুমানিক ৫৫২,৯৪৬ ডলার রাখে।

ফার্মটি অনুমান করেছিল যে, সেই সময়ের মধ্যে ৭৫-৯০টি পোস্ট তৈরি করার ছিল। গড় হিসেবে, প্রতি পোস্টের জন্য পারিশ্রমিক দাঁড়ায় অন্তত ৬,১৪৩ ডলার এবং সর্বোচ্চ ৭,৩৭২ ডলার।

ব্রিজ পার্টনার্স তার কাজকে "মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে প্রসারিত করতে" সহায়তা হিসাবে বর্ণনা করে।

ফার্মটি ইসরাইলের সামরিক বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইউনিটের প্রাক্তন মেজর, নাদাভ স্ট্রচলারের সহায়তাও নিয়েছে।

ব্রিজ পার্টনার্সের প্রচারাভিযানের শিরোনাম হল "এস্থার প্রজেক্ট"। এই প্রচারাভিযানের "প্রজেক্ট এস্থার"-এর সাথে কিনা তা অস্পষ্ট, যেটি হেরিটেজ ফাউন্ডেশনের একটি প্রচারণা যারা ইসরাইলের সমালোচকদের তথাকথিত সন্ত্রাসী সহায়তা নেটওয়ার্কের অংশ হিসেবে চিহ্নিত করে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করে।

এদিকে, গাজায় দুর্ভিক্ষ অস্বীকার করে ইসরাইল-পক্ষীয় প্রচারণা ছড়াতে নেতানিয়াহুর অফিসের সাথে ৪৫ মিলিয়ন ডলারের একটি বিজ্ঞাপন চুক্তি বাস্তবায়ন করছে গুগল।

জুন মাসে চালু হওয়া এই প্রচারাভিযানটি গুগলের ইউটিউব ও ডিসপ্লে অ্যান্ড ভিডিও ৩৬০ সেবার মাধ্যমে চালানো হচ্ছে।#

পার্সটুডে/এমএআর/১