ইসরাইলি যুদ্ধমন্ত্রীর বক্তব্য আন্তর্জাতিক আইনের অবমাননা: হামাস
https://parstoday.ir/bn/news/event-i152572-ইসরাইলি_যুদ্ধমন্ত্রীর_বক্তব্য_আন্তর্জাতিক_আইনের_অবমাননা_হামাস
পার্সটুডে-ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) আজ ইসরাইলি যুদ্ধমন্ত্রীর বক্তব্য নিয়ে একটি বিবৃতি দিয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০১, ২০২৫ ২০:৫০ Asia/Dhaka
  • হামাস আন্দোলন
    হামাস আন্দোলন

পার্সটুডে-ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) আজ ইসরাইলি যুদ্ধমন্ত্রীর বক্তব্য নিয়ে একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে গাজা শহরের বাসিন্দাদের প্রতি ইসরাইলি যুদ্ধমন্ত্রীর বক্তব্য এবং তার হুমকিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করা হয়েছে। সেইসাথে ওই বক্তব্যকে ফিলিস্তিনি জনগণের ওপর যুদ্ধাপরাধ এবং ও জাতিগত নির্মূল অভিযান পুনরায় শুরু করা এবং বৃদ্ধি করার প্রচেষ্টা হিসাবে মূল্যায়ন করেছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, বুধবার, ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটজের "গাজা শহরে যে কেউ অবস্থান করবে তাকেই যোদ্ধা অথবা সন্ত্রাসবাদের সমর্থক হিসাবে বিবেচনা করা হবে"-এই বক্তব্যকে বলদর্পিতা, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নিয়ম নীতির স্পষ্ট লঙ্ঘনের একটি সুস্পষ্ট উদাহরণ হিসাবে বর্ণনা করা হয়েছে। বিবৃতিতে সতর্ক করে দেওয়া হয়েছে যে এ ধরনের বক্তব্য লক্ষ লক্ষ নিরীহ বেসামরিক নাগরিক, নারী ও শিশু থেকে শুরু করে বৃদ্ধদের বিরুদ্ধে ইসরাইলি যুদ্ধাপরাধ বৃদ্ধির প্রবণতাকে আরও উষ্কে দেবে। বিবৃতিতে বলা হয়েছে যে, গাজা উপত্যকার জনগণের প্রতি, বিশেষ করে গাজা শহরের জনগণের প্রতি ফ্যাসিবাদী দখলদার ইসরাইলি কর্মকর্তা এবং যুদ্ধাপরাধীদের আচরণ জাতিগত নির্মূল অভিযান এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির একটি সন্ত্রাসী কর্মসূচির প্রত্যক্ষ উদাহরণ যা নির্মমভাবে এবং বিশ্বের চোখের সামনে পরিচালিত হচ্ছে। হামাস আন্দোলন আন্তর্জাতিক সম্প্রদায় এবং আরব ও ইসলামী দেশগুলোকে এই অভূতপূর্ব লঙ্ঘন বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।