গাজাগামী 'ফ্রিডম ফ্লোটিলা'য় ইসরায়েলি হামলা, কয়েকটি নৌযান আটক
https://parstoday.ir/bn/news/event-i152752-গাজাগামী_'ফ্রিডম_ফ্লোটিলা'য়_ইসরায়েলি_হামলা_কয়েকটি_নৌযান_আটক
ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার দিকে যাত্রারত “ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন” (এফএফসি)-এর বেশ কয়েকটি নৌযান ও জাহাজে হামলা চালিয়ে সেগুলো আটক করেছে। এই নৌযানগুলো ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভাঙতে ও গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে গাজায় যাচ্ছিল।
(last modified 2025-10-08T13:20:31+00:00 )
অক্টোবর ০৮, ২০২৫ ১৫:১০ Asia/Dhaka
  • গাজাগামী \\\'ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন\\\'
    গাজাগামী \\\'ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন\\\'

ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার দিকে যাত্রারত “ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন” (এফএফসি)-এর বেশ কয়েকটি নৌযান ও জাহাজে হামলা চালিয়ে সেগুলো আটক করেছে। এই নৌযানগুলো ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভাঙতে ও গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে গাজায় যাচ্ছিল।

আজ (বুধবার) এক বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃপক্ষ জানায়, গাজা উপকূল থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দূরে ইসরায়েল ফ্লোটিলা নৌযানগুলোতে হামলা চালিয়েছে।

ফ্লোটিলা কর্তৃপক্ষ বলেছে, দখলদার বাহিনীর সদস্যরা 'দ্য কনশেনস' জাহাজটি দখলে নিয়েছেন। ওই জাহাজে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী আছেন। এর আগে গাজা অভিমুখী আরও তিনটি ছোট নৌযানকে আটকে দিয়েছেন তারা।

এফএফসি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, 'কনশেনস' (Conscience) নামের নৌযানে যাত্রীরা বসে আছেন, সেই সময় ইসরায়েলি বাহিনী সেখানে ওঠে। আরেকটি ভিডিওতে দেখা যায়, 'গাজা সানবার্ড' (Gaza Sunbird) নৌযানে থাকা এক ইসরায়েলি সৈন্য বন্দুকের আঘাতে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলছে।

'কনশেনস' জাহাজে হামলা চালায় ইসরায়েল

ফ্লোটিলা কর্তৃপক্ষ ইনস্টাগ্রাম পোস্টে জানায়, "ইসরায়েলি হামলার পর বেশিরভাগ লাইভস্ট্রিম সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দখলদার বাহিনী তাদের পথ পরিবর্তন করার চেষ্টা করছে।”

এফএফসি জানায়, "আন্তর্জাতিক পানিসীমায় ইসরায়েলি সেনাবাহিনীর কোনো আইনগত এখতিয়ার নেই। আমাদের ফ্লোটিলা কারও ক্ষতি করছে না।"

ফ্লোটিলা কর্তৃপক্ষ আরও জানায়, “আমাদের নৌযানগুলোতে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারেরও বেশি মূল্যের জরুরি ওষুধ, শ্বাসযন্ত্রের সরঞ্জাম এবং পুষ্টিকর খাদ্যসামগ্রী রয়েছে, যা গাজার ক্ষুধার্ত হাসপাতালগুলোতে পৌঁছানোর কথা ছিল। রাজনীতিক ও গণমাধ্যমকে ট্যাগ করুন — এখনই ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করুন।”

গাজার অবরোধ ভাঙার আন্তর্জাতিক কমিটিও “এক্স”-এ (সাবেক টুইটার) নিশ্চিত করে জানায়, “তিনটি জাহাজ — Gaza Sunbird, Alaa Al-Najjar এবং Anas Al Sharif — গাজার উপকূলে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার শিকার হয়েছে ও বেআইনিভাবে আটক করা হয়েছে।”

ইসরায়েলি গণমাধ্যম জানায়, ফ্লোটিলার নৌযান ও যাত্রীদের দখলকৃত ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় বন্দর আশদোদে নিয়ে যাওয়া হয়েছে এবং দ্রুত তাদের বহিষ্কার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

২০১০ সালে প্রতিষ্ঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক, যা গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে নাগরিক-নেতৃত্বাধীন সামুদ্রিক মিশন আয়োজন করে।

কয়েকদিন আগে ইসরায়েলি বাহিনী প্রায় ৪০টি নৌযান আটক করে এবং ৪৫০ জনেরও বেশি কর্মীকে গ্রেপ্তার করে, যারা “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” নামে আরেকটি মানবিক সহায়তা বহর নিয়ে গাজার উদ্দেশে যাচ্ছিলেন।

প্রায় ১৮ বছর ধরে ইসরায়েল ২৪ লাখ অধিবাসীর গাজা উপত্যকায় কঠোর অবরোধ বজায় রেখেছে। চলতি বছরের মার্চে তারা সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে খাদ্য ও ওষুধ সরবরাহ আটকে দেয়, ফলে অঞ্চলটি দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণে এখন পর্যন্ত গাজার ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপকূলীয় অঞ্চলটি।#

পার্সটুডে/এমএআর/৮