জীবিত ২০ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিল হামাস
-
হামাস ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়ার সময় আন্তর্জাতিক রোড ক্রসের যানবাহনের পাশে ভিড় করেন ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, সকল জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। আজ গাজা থেকে দ্বিতীয় ধাপে ১৩ জন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করেছে।
আজ (সোমবার) সকালে জীবিত ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে শুরু করে হামাস। দ্বিতীয় ধাপে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। গাজায় যুদ্ধের অবসান এবং বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে তাদেরকে মুক্তি দেওয়া হয়।
এর আগে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডস সাত ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করে। তারপর রেড ক্রস তাদের ইসরায়েলের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
হামাসের কাছে আরও ৪৮ বন্দির মৃতদেহ আছে। সেগুলোও সোমবারের মধ্যেই রেডক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাস উভয়ে সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়।
চুক্তি অনুযায়ী, হামাসের হাতে থাকা জীবিত সব বন্দিকে মুক্তি দেওয়া হলো এবং বিনিময়ে ইসরাইলও দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে। এই মুক্তি প্রক্রিয়া চলাকালেই ট্রাম্প সোমবার সকালে এয়ার ফোর্স ওয়ানে করে তেল আবিবে যান। বেন গুরিওন বিমানবন্দরে ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।#
পার্সটুডে/এমএআর/১৩