সিরিয়ায় সন্ত্রাসীরা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত
https://parstoday.ir/bn/news/event-i153280-সিরিয়ায়_সন্ত্রাসীরা_একে_অপরের_সাথে_সংঘর্ষে_লিপ্ত
সিরিয়ার গণমাধ্যম ইদলিবের উপকণ্ঠে জোলানি সরকারের অনুগত এবং বাইরের মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে সশস্ত্র সংঘর্ষের খবর দিয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ২২, ২০২৫ ১১:৪২ Asia/Dhaka
  • সিরিয়ায় সন্ত্রাসীরা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত
    সিরিয়ায় সন্ত্রাসীরা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত

সিরিয়ার গণমাধ্যম ইদলিবের উপকণ্ঠে জোলানি সরকারের অনুগত এবং বাইরের মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে সশস্ত্র সংঘর্ষের খবর দিয়েছে।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-মায়াদিন জানিয়েছে, মিডিয়া রিপোর্টে দেখা যাচ্ছে যে ইদলিবের উপকণ্ঠে অবস্থিত হারেম এলাকায় জোলানি সরকারের সাথে যুক্ত সশস্ত্র সশস্ত্র ব্যক্তিরা বিদেশী সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, যার মধ্যে ফরাসিরাও রয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে যে এই প্রদেশের উপকণ্ঠে ফরাসি অস্থানে সশস্ত্র সংঘর্ষের কারণে ইদলিবের বিদেশী সন্ত্রাসীরা সতর্ক রয়েছে।

এছাড়াও জানা গেছে যে জোলানি সরকারের সাথে যুক্ত সশস্ত্র ব্যক্তিরা মর্টার এবং ট্যাঙ্ক কামান দিয়ে ফরাসি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এটি উল্লেখ করা উচিত যে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন এবং দেশটিতে জোলানির সন্ত্রাসী সরকার প্রতিষ্ঠার পর থেকে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা তীব্রতর হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।