কোন দল কয়টা মন্ত্রণালয় পাচ্ছে
বিহারের সরকার গঠনের চূড়ান্ত ফর্মুলা, মুখ্যমন্ত্রী নীতীশই!
-
ফের বিহারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন নীতীশ কুমার
ভারতের বিহারে সরকার গঠনের ফর্মুলা চূড়ান্ত করে ফেলেছে এনডিএ জোট। ফের বিহারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন নীতীশ কুমার। তবে আগের মতোই সবচেয়ে বেশি মন্ত্রণালয় পাচ্ছে বিজেপির। প্রাথমিকভাবে বিহার বিজেপির কিছু নেতার এই ফর্মুলায় আপত্তি থাকলেও কেন্দ্রীয় নেতাদের চাপে নীতীশকেই মুখ্যমন্ত্রীর পদে মেনে নিয়েছেন তারা।
গতকাল (শনিবার)অমিত শাহর উপস্থিতিতে এনডিএ নেতারা গোপন বৈঠকে বসেছিলেন। সেখানেই ঠিক হয়েছে ফের নীতীশকেই মুখ্যমন্ত্রী করা হবে। ভোটের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদি দুজনেই বলেছিলেন, নীতীশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট। কিন্তু ভোটের পর তাঁকেই ফের মুখ্যমন্ত্রী করা হবে কিনা, সেটা প্রকাশ্যে ঘোষণা করেনি বিজেপি।
গেরুয়া শিবিরের কিছু নেতা চাইছিলেন এবার অন্তত বড় শরিক হিসাবে মুখ্যমন্ত্রীর পদটা তাঁদের দখলে যাক। কিন্তু ভোটের যা ফল তাতে নীতীশকে উপেক্ষা করা সম্ভব নয়। তাই তাঁকেই নেতা করা হচ্ছে। তবে উপমুখ্যমন্ত্রী নিয়ে কোনও ফর্মুলা এখনও ঠিক হয়নি।
খবরে বলা হয়েছে, মন্ত্রিসভার বণ্টন অবশ্য একপ্রকার ঠিক হয়ে গিয়েছে। এনডিএ নেতারা ঠিক করেছেন, প্রতি ছ’জন বিধায়কের হিসেবে একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। সেই ফর্মুলা অনুযায়ী, বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন ১৫ জন। ১৩-১৪টি মন্ত্রণালয় পেতে পারে নীতীশের জেডিইউ। চিরাগ পাসওয়ানের এলজেপি(আর) থেকে ৩ জন মন্ত্রী হবেন। একটি করে মন্ত্রণালয় পাবে জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএম।
সব ঠিকঠাক থাকলে ১৯-২০ নভেম্বর ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ। তার আগে আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ করে বিধানসভা ভেঙে দেওয়া হবে এবং জেডিইউ সুপ্রিমো ইস্তফা দেবেন। তারপর ফের শপথ হবে পাটনার গান্ধী ময়দানে। সেখানে এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে। তবে শপথের দিন চূড়ান্ত হবে প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী।#
পার্সটুডে/জিএআর/১৬