শেখ হাসিনার রায় ও ‘শাটডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশমুখে কড়া নিরাপত্তা
https://parstoday.ir/bn/news/event-i154114-শেখ_হাসিনার_রায়_ও_শাটডাউন’_কর্মসূচি_ঢাকার_প্রবেশমুখে_কড়া_নিরাপত্তা
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের ডাকা 'শাটডাউন' কর্মসূচি ঘিরে এই ব্যবস্থা নিয়েছে ঢাকা জেলা পুলিশ।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১৭, ২০২৫ ১০:৩৩ Asia/Dhaka
  • শেখ হাসিনার রায় ও ‘শাটডাউন’ কর্মসূচি
    শেখ হাসিনার রায় ও ‘শাটডাউন’ কর্মসূচি

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের ডাকা 'শাটডাউন' কর্মসূচি ঘিরে এই ব্যবস্থা নিয়েছে ঢাকা জেলা পুলিশ।

রাজধানী ঢাকার প্রবেশপথ সাভারের আমিনবাজার ও আশুলিয়া বাজার এলাকাসহ একাধিক স্থানে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসিয়েছে পুলিশ। তল্লাশিচৌকিগুলোতে ঢাকামুখী যানবাহন, বিশেষ করে মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে।

তবে আজ ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণপরিবহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ।

সেখানে উপস্থিত আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) ফয়সাল আলম বলেন, 'জনগণের নিরাপত্তায় গত কয়েকদিন ধরেই নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।'

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, 'কার্যক্রম নিষিদ্ধঘোষিত দলটির কর্মসূচি প্রতিহত করতে আশুলিয়া বাজার এলাকাসহ অন্তত চারটি স্থানে তল্লাশিচৌকি পরিচালনা করা হচ্ছে।'

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কঠোর নিরাপত্তা

 

ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার, আছে সেনাবাহিনী-র‍্যাব-পুলিশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্রাইব্যুনালের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আজ সোমবার সকালে দেখা যায়, ট্রাইব্যুনাল ও এর আশপাশে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এর মধ্যে সেনাবাহিনী সাঁজোয়া যান নিয়ে উপস্থিত রয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পথচারীদের চলাচল সীমিত করা হয়েছে। ট্রাইব্যুনাল এলাকার প্রত্যেক ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে।

গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ।#

পার্সটুডে/জিএআর/১৭