কমিশনের ‘অপরিকল্পিত’ সিদ্ধান্তকেই দায়ী করলেন মমতা
https://parstoday.ir/bn/news/event-i154220-কমিশনের_অপরিকল্পিত’_সিদ্ধান্তকেই_দায়ী_করলেন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মালবাজারে আজ বুধবার সকালেই কাজের চাপে এক মহিলা বিএলও বা স্থানীয় সরকারের কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
(last modified 2025-11-19T12:38:42+00:00 )
নভেম্বর ১৯, ২০২৫ ১৮:৩৩ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মালবাজারে আজ বুধবার সকালেই কাজের চাপে এক মহিলা বিএলও বা স্থানীয় সরকারের কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আত্মহত্যার অভিযোগ প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা লিখেছেন, ‘রাজ্যে এসআইআর শুরুর পর ২৮ জনের মৃত্যু হয়েছে। মূল্যবান প্রাণ চলে যাচ্ছে নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে।’

অক্টোবরের শেষদিকে পশ্চিমবাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল, যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে বা পরিবারের কারও নাম রয়েছে তাঁদের চিন্তার কোনও কারণ নেই। তা সত্ত্বেও এসআইআর নিয়ে সাধারণ মানুষের মনে হাজার প্রশ্ন ও ভয় সৃষ্টি হয়েছে। যার পরিণতি হচ্ছে মর্মান্তিক আত্মহত্যার মতো ঘটনা ঘটছে।

দেশছাড়া হওয়ার আতঙ্কে অনেকেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে, বিএলওরা কাজের চাপেও আত্মহত্যা করছেন বলেও অভিযোগ উঠছে। আজ বুধবার সকালে মালবাজারে এক মহিলা বিএলও’র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, এসআইআরের কাজের চাপের কারণেই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন।

আর সেই প্রসঙ্গেই এক্স হ্যান্ডেলে  প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। মমতা আরো লিখেছেন, ‘আজ আরও একজন বিএলওকে হারালাম। অঙ্গনওয়াড়িতে কাজ করতেন ওই মহিলা। এসআইআরের এত চাপ নিতে পারেননি।’ সেখানেই মমতা লেখেন, কমিশনের পক্ষ থেকে ‘অপরিকল্পিতভাবে একেকটা কাজ শুরু করে কর্মীদের এত চাপ দেওয়া হচ্ছে যার ফলে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে। যে কাজ করতে আগে ৩ বছর সময় নেওয়া হয়েছে,  রাজনীতির কারণে এবার তা ২ মাসে করা হচ্ছে।’ মুখ্যমন্ত্রী অবিলম্বে পরিস্থিতি মোকাবিলায় কমিশনকে পদক্ষেপের আর্জি জানিয়েছেন।#

পার্সটুডে/জিএআর/১৯