এবি পার্টি, আপ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে এনসিপির নতুন জোট
https://parstoday.ir/bn/news/event-i154438-এবি_পার্টি_আপ_ও_রাষ্ট্র_সংস্কার_আন্দোলনকে_নিয়ে_এনসিপির_নতুন_জোট
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে শিগগির। এ জোটে থাকছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ২৬, ২০২৫ ১৮:১০ Asia/Dhaka
  • এনসিপির নতুন জোট হতে যাচ্ছে
    এনসিপির নতুন জোট হতে যাচ্ছে

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে শিগগির। এ জোটে থাকছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

আজ (বুধবার) দলগুলোর সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃত্ব এ তথ্য নিশ্চিত করেছেন।তারা জানান, নতুন জোট গঠন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। আজ অথবা আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, 'এবি পার্টি, আপ বাংলাদেশকে নিয়ে নতুন জোট গঠন নিয়ে আলোচনা হচ্ছে। তবে এটা এখনো চূড়ান্ত হয়নি।'

একই কথা জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। তিনি বলেন, 'আজ আমাদের একটা মিটিং আছে। মিটিংয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।'

গত ৯ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে নিয়ে জোট গঠন নিয়ে বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ বৈঠক করেছে এনসিপির জাতীয় কমিটি। ৬ ঘণ্টার ওই বৈঠকে এনসিপির বেশিরভাগ নেতাই বিনা জোটে নির্বাচনের পক্ষে ছিলেন। তবে বৈঠকে এবি পার্টি ও গণ অধিকার পরিষদের মতো সমমনা দলগুলোকে নিয়ে তৃতীয় একটি ফ্রন্ট গঠনের বিষয়েও আলোচনা হয়।

এবি পার্টির কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, 'নতুন জোট গঠন নিয়ে একটা আলোচনা চলছে। আজ সন্ধ্যা বা রাতের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। সিদ্ধান্ত হলে আমরা গণমাধ্যমে জানাব।'

পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, 'চার দলের জোট এখনো চূড়ান্ত হয়নি। তবে আজকালের মধ্যেই চূড়ান্ত হবে।

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, 'জোটের আলাপে এখন পর্যন্ত আমরা চারটা দল একটা জায়গায় পৌঁছেছি। এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এনসিপির সঙ্গে আমরা প্রায় একমত হয়েছি।'

'এটা এখনো পজিটিভ আছে। অন্যান্য আরও দুয়েকটা দলের সঙ্গেও আলাপ চলছে। তবে আমাদের চার দলের ব্যাপারটা প্রায় চূড়ান্ত। আজকেই একটা প্রেস ইনভাইটেশন যেতে পারে। সন্ধ্যার দিকে হয়ত চূড়ান্ত হতে পারে।'

এ বিষয়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, 'জোট গঠনের আলোচনা চূড়ান্ত হয়নি। তবে, চূড়ান্ত হওয়ার পথে বলা যায়। জোটে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-রব) এবং গণঅধিকার পরিষদও যুক্ত হতে পারে বলে জানান হাসনাত কাইয়ুম।

তিনি বলেন, 'এখন পর্যন্ত আগামীকালকে সামনে রেখে আমাদের প্রস্তুতি চলছে। আমাদের চার পার্টির আলোচনা মোটামুটি চূড়ান্ত। আজকালের মধ্যেই আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন।'

এর আগে, অক্টোবরে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা মহাসচিব আ স ম আবদুর রবের বাসভবনে এনসিপির সিনিয়র নেতারা এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও ছয় দলীয় গণতন্ত্র মঞ্চ জোটের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা করেন।

জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটির মাধ্যেম প্রতিষ্ঠা হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আত্মপ্রকাশ করে এ বছরের ২৮ ফেব্রুয়ারি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ দলের আহ্বায়ক। দলটির নির্বাচনী প্রতীক 'শাপলা কলি'।

অন্যদিকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২০ সালে যাত্রা শুরু করে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। ২০২৪ সালে নিবন্ধন পায় দলটি, এর প্রতীক ঈগল।

সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে ২০১২ সাল থেকে 'রাষ্ট্রচিন্তা' নামে কার্যক্রম পরিচালনা করে আসা প্ল্যাটফর্মটি ২০২১ সালে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে রাজনৈতিক দলে রূপ নেয়।

জুলাই গণঅভ্যুত্থানের পর মধ্যম ডানপন্থী ধারার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে অভ্যুত্থানকে বিপ্লবে রুপান্তর করতে এ বছরের ৯ মে আত্মপ্রকাশ করে রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।#

পার্সটুডে/জিএআর/২৬