আঞ্চলিক পরিস্থিতি ও পরমাণু প্রসঙ্গে মিশর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
https://parstoday.ir/bn/news/event-i154794-আঞ্চলিক_পরিস্থিতি_ও_পরমাণু_প্রসঙ্গে_মিশর_ও_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_ফোনালাপ
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্রের ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদ্র আবদেল আতি টেলিফোনে কথা বলেছেন।
(last modified 2025-12-06T14:56:19+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৫ ২০:৪৩ Asia/Dhaka
  • ইরান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
    ইরান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্রের ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদ্র আবদেল আতি টেলিফোনে কথা বলেছেন।

দু'জনই দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও পারস্পরিক মত বিনিময় করেছেন।

"শনিবার এই টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদ্র আবদেল আতি দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করার সময় তাদের সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন।

উভয় পক্ষই এ অঞ্চলের সর্বশেষ উন্নয়ন, বিশেষ করে লেবানন এবং গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় দুই নেতা দু'দেশের অবস্থা পর্যালোচনা করেছেন এবং এই দখলদারদের অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

টেলিফোনে কথোপকথনের সময় ইরানের পারমাণবিক সমস্যাও উত্থাপিত হয়। সাইয়্যেদ আব্বাস আরাকচি এ বিষয়ে ইরানের মতামত প্রকাশ করেন।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন