ভারতের 'বাহুবলী' রকেটে মহাকাশে উড়াল দিল মার্কিন উপগ্রহ 'ব্লু বার্ড'
-
ভারতের 'বাহুবলী' রকেটের সাহায্যে মহাকাশে পাড়ি দিল মার্কিন কোম্পানির যোগাযোগ উপগ্রহ 'ব্লু বার্ড ৬'
ভারতের 'বাহুবলী' রকেটের সাহায্যে মহাকাশে পাড়ি দিল মার্কিন কোম্পানির যোগাযোগ উপগ্রহ 'ব্লু বার্ড ৬'। আজ (বুধবার) সকাল ৮টা ৫৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে এটি উৎক্ষেপণ করা হয়।
ব্লু বার্ডকে তার কক্ষপথে স্থাপন নিয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান ড. ভি নারায়ণন বলেন, LVM3-M6 রকেটটি অত্যন্ত নিখুঁতভাবে ব্লুবার্ড ব্লক-২ যোগাযোগ উপগ্রহটিকে তার নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়েছে।
ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মার্কিন সংস্থা এএসটি স্পেসমোবাইল-এর এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে সরাসরি পৃথিবীর যেকোনো সাধারণ স্মার্টফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে সক্ষম। এটি বিশেষ করে দূরবর্তী ও অবকাঠামোগত সুবিধাবঞ্চিত অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে পারবে। এটি ভারতের মাটি থেকে এখন পর্যন্ত উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী বাণিজ্যিক উপগ্রহ। ওজন প্রায় ৬,১০০ কেজি (৬ টনেরও বেশি)। এই উপগ্রহটি বহন করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট এলভিএম৩-এম৬, যাকে 'বাহুবলী' নামে ডাকা হয়।
এনডিটিভি জানিয়েছে, উৎক্ষেপণের কিছুক্ষণ আগে মহাকাশে থাকা ধ্বংসাবশেষ বা অন্যান্য উপগ্রহের গতিপথের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইসরো সিদ্ধান্ত নিয়ে উৎক্ষেপণের সময় প্রায় ৯০ সেকেন্ড পিছিয়েছিল। তারপর নির্ধারিত সময়ে 'বাহুবলী' রকেটটি নির্ভুলভাবে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ১৫ মিনিট পর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে উপগ্রহটি তার নির্ধারিত কক্ষপথে স্থাপন হবে।
এই সফল উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে "ভারতের মহাকাশ যাত্রায় একটি গর্বের মাইলফলক" এবং "আত্মনির্ভর ভারতের দিকে অগ্রগতির প্রতিফলন" বলে উল্লেখ করেছেন।#
পার্সটুডে/এমএআর/২৪