সোমালিল্যান্ডকে ইসরায়েলি স্বীকৃতির বিরুদ্ধে সোমালিদের বিক্ষোভ
ডিসেম্বর ২৯, ২০২৫ ২০:১৫ Asia/Dhaka
-
ইসরায়েলি স্বীকৃতির বিরুদ্ধে মোগাদিশুতে বিক্ষোভ
পার্সটুডে-সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শত শত মানুষ স্বঘোষিত প্রজাতন্ত্র সোমালিল্যান্ডকে ইসরায়েল স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছে।
প্রেস টিভি'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, বিক্ষোভকারীরা হাতে পতাকা উত্তোলন করে এবং প্ল্যাকার্ড নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে রাজপথ। তারা সোমালিয়ার প্রতি ইসরাইলের স্বীকৃতি প্রদানকে সার্বভৌমত্ব ও আঞ্চলিক ঐক্যের প্রতি চ্যালেঞ্জ বলে ক্ষোভ প্রকাশ করে।
রাষ্ট্রপতি হাসান শেখ মোহাম্মদ সংসদের জরুরি অধিবেশনে ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা পরেই ওই বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেন্ট তাঁর ভাষণে ইসরায়েলি রাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানান এবং দেশের ঐক্য পুনর্ব্যক্ত করেন।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন
ট্যাগ