গ্রামে বিএসএফের তৎপরতা প্রসঙ্গে পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মমতা
(last modified Tue, 07 Dec 2021 13:03:02 GMT )
ডিসেম্বর ০৭, ২০২১ ১৯:০৩ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তৎপরতা প্রসঙ্গে পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

তিনি আজ(মঙ্গলবার)রায়গঞ্জে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করার সময়ে এ সংক্রান্ত নির্দেশ দেন।   

অন্যদিকে, বিএসএফ-এর এখতিয়ার প্রতিবাদে আজ সংসদে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সোচ্চার হয়েছে। সংসদের নিম্নকক্ষ লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, অবিলম্বে বিএসএফ-এর এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে প্রশাসন ভালভাবে চালানো অসম্ভব। 

আজ রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিএসএফ মাঝে মাঝেই ঢুকে পড়ে গ্রামে গ্রামে। সাধারণ মানুষের উপরে অনেক সময়ে অভিযোগ আসে অত্যাচার করার। এমনকী নির্বাচনের সময় নির্বাচনের লাইনেও তাদের দেখা যায়!’  এরপরেই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘তোমরা কী কখনও বিএসএফ-এর ডিজি’র সঙ্গে কথা বলেছ?’  তিনি নির্দেশ দেন, ‘পুলিশের ডিজি সরাসরি কথা বলবেন বিএসএফ-এর ডিজি’র সঙ্গে।’

মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মতো জেলায় এ সংক্রান্ত সমস্যা আছে বলে জানিয়ে মমতা বলেন, ‘বিএসএফের ১৫ কিলোমিটার পর্যন্ত আসার কথা। সেটাও পুলিশকে জানিয়ে। কিন্তু পুলিশকে না জানিয়ে ওরা যেখানে সেখানে ঢুকে পড়ে।’   

মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে নাগাল্যান্ডে সম্প্রতি বেসামরিক নাগরিকদের ওপরে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণের প্রসঙ্গ উল্লেখ করেন। একইসঙ্গে তিনি বিধানসভা নির্বাচনের সময় এবং সম্প্রতি কুচবিহারে গুলিচালনার প্রসঙ্গ উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘নাগাল্যান্ডে দেখেছ তো কী সমস্যা হল!  শীতলকুঁচি দেখেছ। ক’দিন আগে কুচবিহারে তিনজন গুলিতে মারা গেছেন। স্থানীয় পুলিশকে না জানিয়ে কোনও সঙ্ঘাত হোক, এটা আমি চাই না।  সেজন্য পুলিশকে আরও সতর্ক হতে হবে।’

এ প্রসঙ্গে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা ‘বিডিও’দের সতর্ক থাকার নির্দেশ দেন এবং এ ধরণের কোনও সমস্যা হলে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পরিদর্শনে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ