তৃণমূল পশ্চিমবঙ্গকে স্বাধীন দেশ বা স্বাধীন বাংলাদেশ মনে করছে : শমীক ভট্টাচার্য
https://parstoday.ir/bn/news/india-i102390-তৃণমূল_পশ্চিমবঙ্গকে_স্বাধীন_দেশ_বা_স্বাধীন_বাংলাদেশ_মনে_করছে_শমীক_ভট্টাচার্য
ভারতের পশ্চিমবঙ্গের প্রধান বিরোধীদল বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মনে করছে তারা পশ্চিমবঙ্গকে স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ বা স্বাধীন পশ্চিমবঙ্গ করে ফেলেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১১, ২০২২ ১৯:১০ Asia/Dhaka
  • বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য
    বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য

ভারতের পশ্চিমবঙ্গের প্রধান বিরোধীদল বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মনে করছে তারা পশ্চিমবঙ্গকে স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ বা স্বাধীন পশ্চিমবঙ্গ করে ফেলেছে।

তিনি আজ (মঙ্গলবার)  পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিজেপির রাজ্য সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।      

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য রাজ্য সরকারকে টার্গেট করে বলেন, ‘একদিকে এই সরকার সমস্ত সাংবিধানিক পদগুলোকে অস্বীকার করছে, বিরোধী দলনেতার পাশাপাশি প্রতিনিয়ত কদর্য ভাষায় রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের উপরে আক্রমণ  নেমে আসছে, প্রধানমন্ত্রীর পাঞ্জাব সফরকে কেন্দ্র করে, পাঞ্জাবে দুর্ভাগ্যজনক ও  সন্দেহজনক ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে! কারণ, তৃণমূল কংগ্রেস এখন কার্যত নিজেদের পশ্চিমবঙ্গকে আর অঙ্গরাজ্য হিসেবে ভাবছে না। তারা মনে করছে এটা একটা স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ বা স্বাধীন পশ্চিমবঙ্গ তারা এখানে তৈরি করে ফেলেছে। এই অবস্থার মধ্য দিয়ে সরকার চলেছে। এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যবাসীকে।’   

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য কোভিড পরিস্থিতির মধ্যে রাজ্যে গঙ্গাসাগর মেলা ও পৌর নির্বাচন প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যেভাবে সরকার চাচ্ছে, আদালত গঙ্গাসাগর মেলাকে সেইভাবে  অনুমতি দিয়েছে। আমার মনে হয়, আদালত বিষয়টি পুনর্বিবেচনা করবে। এই সরকার তো খেলা-মেলার সরকার। তারা চাইবেই যে খেলা হোক, মেলা হোক। নির্বাচনকে নিয়ে তামাশা তৈরি হয়েছে। নির্বাচনী প্রচার অনলাইনে করতে বলা হচ্ছে। নির্বাচন মানুষের জন্য, মানুষ নির্বাচনের জন্য জন্ম নেয়নি বলেও শমীক ভট্টাচার্য মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।