উত্তর প্রদেশে মসজিদের কাছে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেফতার ৬
ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের অমরোহহায় হোলি উৎসবে মাইকে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে।
আজ (রোববার) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’য় প্রকাশ, ওই ঘটনায় উভয়পক্ষের মধ্যে পাথর নিক্ষেপের ফলে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। পুলিশ এ ব্যাপারে ৬ জনকে গ্রেফতার করেছে এবং অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাটি আমরোহার ছাঙ্গা দরওয়াজা এলাকার। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশ, হোলি উৎসবকে কেন্দ্র করে গত (শুক্রবার), কিছু লোক 'যোগী ফির আয়ো রে' গান বাজাচ্ছিল এবং এর পাশে একটি মসজিদ রয়েছে, যেখানে তখন নামাজ হচ্ছিল। এ সময়ে কিছু লোক নামাজ না হওয়া পর্যন্ত গানটি বন্ধ করার দাবি জানান। এরফলে উভয় পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। বিবাদ এতটাই বেড়ে যায় যে দু’পক্ষের মধ্যে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে এবং এতে অনেকে আহত হন।
গোটা ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার, যখন হোলি উপলক্ষে আনন্দ করা লোকজন মসজিদের কাছে লাউডস্পিকারে গান বাজাচ্ছিল। তাদেরকে নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়, যার ফলে বিবাদ শুরু হয়। উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, এতে দু’জন আহত হয়, যাদের মধ্যে একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
মিশ্র জনবসতিপূর্ণ এলাকায় শুক্রবার দুপুর দেড়টার দিকে ওই বিবাদ শুরু হয়। সেখানে শুক্রবার জুমার নামাজও ছিল এবং এ সময় ডিজের শব্দ বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা হয়। দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিষয়টি এতটাই বেড়ে যায় যে, পাথর নিক্ষেপ শুরু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং ‘পিএসি’ বাহিনীও মোতায়েন করতে হয়। পুলিশ প্রথমে সেখান থেকে উভয় পক্ষের লোকজনকে হঠিয়ে দেয়। এরপর উভয়পক্ষের সিনিয়রদের সঙ্গে কথা বলে বিষয়টি শান্ত করে।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্র প্রকাশ শুক্লা, সিও সিটি বিজয় কুমার রানা ঘটনাস্থলে পৌঁছে বিরোধ নিরসন করেন। অমরোহার বর্তমান বিধায়ক হলেন মেহবুব আলি এবং তিনি সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত। অমরোহা জেলায় ৪টি বিধানসভা আসন রয়েছে, যার মধ্যে ২টি বিজেপি এবং ২টি সমাজবাদী পার্টির দখলে রয়েছে। মেহবুব আলী ২০০২ সাল থেকে ধারাবাহিকভাবে বিধায়ক নির্বাচিত হয়ে আসছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।