গরুর গোশত বহন সন্দেহে ভ্যান চালককে মারধর করল গো-রক্ষকরা
https://parstoday.ir/bn/news/india-i105576-গরুর_গোশত_বহন_সন্দেহে_ভ্যান_চালককে_মারধর_করল_গো_রক্ষকরা
ভারতের উত্তর প্রদেশের মথুরায় মুহাম্মাদ আসিফ (৩৫) নামে একটি পিকআপ ভ্যানের চালককে, গরুর গোশত বহন এবং গবাদি পশু পাচারের সন্দেহে গো-রক্ষকরা নির্মমভাবে মারধর করেছে। আজ (বুধবার) হিন্দি গণমাধ্যম দি কুইন্ট-এ ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৩, ২০২২ ১৯:২৩ Asia/Dhaka
  • গরুর গোশত
    গরুর গোশত

ভারতের উত্তর প্রদেশের মথুরায় মুহাম্মাদ আসিফ (৩৫) নামে একটি পিকআপ ভ্যানের চালককে, গরুর গোশত বহন এবং গবাদি পশু পাচারের সন্দেহে গো-রক্ষকরা নির্মমভাবে মারধর করেছে। আজ (বুধবার) হিন্দি গণমাধ্যম দি কুইন্ট-এ ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

গণমাধ্যমে প্রকাশ, রাল গ্রামে গত (রোববার) রাতে ওই ঘটনা ঘটেছে। ওই বিষয়ে পিকআপ ভ্যানের চালক মুহাম্মাদ আসিফ এবং গোরক্ষকরা জৈত থানায় ২টি এফআইআর দায়ের করেছেন।   

পুলিশ কর্মকর্তারা বলছেন, হাড়গুলো গবাদিপশুর ছিল না এবং জেলার গোবর্ধন নগর পঞ্চায়েতের পরিচ্ছন্নতা অভিযানের অধীনে একটি ঠিকাদার দ্বারা এ গুলো নিষ্পত্তি করা হচ্ছিল। 

মুহাম্মাদ আমির তার অভিযোগে বলেছেন, তিনি মৃত প্রাণীর দেহাবশেষ এবং হাড়  নিয়ে হাতরাসের সিকান্দরাউতে যাচ্ছিলেন। তার সঙ্গে তার দুই সঙ্গীও উপস্থিত ছিলেন। অভিযোগকারীর মতে, তিনি যখন মৃত পশুর দেহাবশেষ হাড় কারখানায় নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই রাত ৮টার দিকে পিকআপ ভ্যানটিকে গো-রক্ষকদের দল ঘিরে ধরে এবং মারধর শুরু করে।   

মথুরার অতিরিক্ত পুলিশ সুপার এমপি সিং এক বিবৃতিতে বলেন, মথুরার গোবর্ধন থেকে হাতরাসের সিকান্দরাওয়ে যাওয়ার একটি পিক-আপ ভ্যান রাল গ্রামের কাছে স্থানীয়রা থামিয়ে দেয়। গরুর মৃতদেহ ও গরুর গোশত বহনের সন্দেহে চালক ও অন্য দু’জনকে আটক করে মারধর করা হয়। তথ্য পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। 

হিংস্র গো-রক্ষকদের বেল্ট দিয়ে আমিরকে মারধরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আমিরের নথিভুক্ত অভিযোগে ১৬ জনের নাম এবং কিছু অজ্ঞাতদের  নাম রয়েছে। পুলিশ এ ব্যাপারে তিন জনকে গ্রেফতার করেছে৷#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।