বিজেপি ধর্ম নিয়ে উত্তেজনা তৈরি করছে : কুণাল ঘোষ
-
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র ও রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপি মানুষের বেঁচে থাকা কঠিন করে দিচ্ছে, ওরা ধর্ম নিয়ে উত্তেজনা তৈরি করছে। তিনি আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
কুণাল ঘোষ পশ্চিমবঙ্গে আসন্ন উপনির্বাচনে বিজেপিকে একটিও ভোট না দেওয়ার জন্য আবেদন জানান। তিনি আজ বলেন, ‘বিজেপি পেট্রোলের দান বাড়ায়, ডিজেলের দাম বাড়ায়, রান্নার গ্যাসের দাম বাড়ায়, ওষুধের দাম বাড়ায়। ফলে মানুষের বেঁচে থাকাটাকে যে বিজেপি কঠিন করে দিচ্ছে। সেই বিজেপি ধর্ম নিয়ে উত্তেজনা তৈরি করছে বা অন্য জায়গায় নিজেরা বৃহত্তর ষড়যন্ত্রের মাধ্যমে একটা অশান্তি সৃষ্টি করে, নিন্দনীয় ঘটনা তৈরি করে রাজনৈতিক প্রচারের অভিমুখকে ঘুরিয়ে দিতে চাচ্ছে, সেই বিজেপির ফাঁদে পা দেবেন না। বিজেপিকে একটা ভোট মানে পেট্রোলের দাম বৃদ্ধি, বিজেপিকে একটা ভোট মানে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, বিজেপিকে একটা ভোট মানে ডিজেলের দাম বৃদ্ধি, বিজেপিকে একটা ভোট মানে ওষুধের দাম বৃদ্ধি। সমস্ত জায়গা থেকে বিজেপিকে বিচ্ছিন্ন করার ডাক দিচ্ছে তৃণমূল কংগ্রেস।’
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সক্রিয় থাকা রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিজেপি নেতা অমিত মালব্যকে কটাক্ষ করে বলেন, ‘রাজ্যপাল জগদীপ ধনখড় সকাল থেকে রাত পর্যন্ত যিনি টুইট করেন তাঁর টুইট কই? টুইট মালব্যের টুইট কই? টুইট ধনখড়ের টুইট কই? নিন্দা করবেন না, প্রতিবাদ করবেন না? কেন্দ্রীয় সরকারকে মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করতে বলবেন না? পেট্রোলের দাম, ডিজেলের দাম, ওষুধের দাম, রান্নার গ্যাসের দাম বাড়ছে, তখন আপনি কর্তব্য পালন করবেন না? মানুষের স্বস্তির জন্য এ সব জিনিষের দাম কমাতে তখন তো টুইট দেখা যায় না? আমি আশা করব শ্রীযুক্ত টুইট ধনখড় মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই জনবিরোধী নীতি পুনর্বিবেচনা করতে তিনি টুইট করবেন অবিলম্বে।’
‘যেসব জায়গায় বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না, মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, মানুষের সমর্থন হারাচ্ছে, প্রতিপক্ষের কাছে বিপর্যস্ত হচ্ছে সেসব জায়গায় তারা বিভিন্ন ‘কেন্দ্রীয় এজেন্সি’কে ব্যবহার করছে প্রতিপক্ষকে উত্যক্ত করার কাজে’ বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।