জম্মু-কাশ্মীরের জামিয়া মসজিদে ‘আজাদি’র স্লোগান, গ্রেফতার ১৩
জম্মু-কাশ্মীরের জামিয়া মসজিদে নামাজ পড়ার পর কিছু মানুষ আজাদির স্লোগান দিয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, পুলিশ এ পর্যন্ত স্লোগানে জড়িত ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
আজ (শনিবার) হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ সূত্রে প্রকাশ, জুম্মার নামাজ শেষ হওয়ার পর জামিয়া মসজিদে স্লোগান দেওয়ার ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওতে প্রকাশ, জামিয়া মসজিদের কিছু যুবক ‘আমাদের চাই আজাদি’ এবং নারা-এ-তাকবির, আল্লাহ-হু-আকবর-এর মতো স্লোগান দিচ্ছে।
জম্মু-কাশ্মীর পুলিশের এক মুখপাত্র বলেছেন, জুম্মার নামাজের পর সেখানে কিছু লোক ‘আজাদি’র স্লোগান দেয়। এ সময় ধর্মীয় স্লোগানও ওঠে। বিষয়টি তদন্তে আমরা একটি টিম গঠন করেছি। ভিডিওতে দেখা যায়, ২০/২৫ জন যুবক প্রথমে স্লোগান দেওয়া শুরু করে, এবং এরপরে মসজিদ কমিটির সঙ্গে তাদের বিরোধও হয়। আমরা গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪-এ, এবং ৪৪৭ ধারায় মামলা নথিভুক্ত করেছি।
জামিয়া মসজিদকে কেন্দ্র করে অতীতেও বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০১৮ সালে, কিছু যুবক এই মসজিদে সন্ত্রাসী সংগঠন আইএসআইএস-এর পতাকা উত্তোলন করেছিল, যার তদন্ত জাতীয় তদন্ত সংস্থা ‘এনআইএ’-এর কাছে হস্তান্তর করা হয়েছিল। ১৩৯৪ সালে সুলতান সিকান্দার এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন।

হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ সূত্রে প্রকাশ, প্রকাশ, শ্রীনগরের পুরাতন শহরের নৌহাট্টা এলাকার ঐতিহাসিক জামিয়া মসজিদে রমযান মাসের প্রথম জুমার নামাজ পড়া হয়। এতে বিপুল সংখ্যক শিশু, বৃদ্ধ, যুবক ও নারীরা অংশগ্রহণ করেন। এ সময় নামাজ শেষে মসজিদের প্রধান হল থেকে দেশবিরোধী স্লোগান ধ্বনিত হয় বলে অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে। এতে লোকজনকে স্লোগান দিতে দেখা যায়। ওই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের ছবিও প্রকাশ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর, প্রশাসন সম্প্রতি এই মসজিদে জুম্মার নামাজ পড়ার অনুমতি দেয়। জুম্মার নামাজের আগে খুতবা দেন ইমাম হাই সৈয়দ আহমদ নকশবন্দী। এর কারণ, ওই মসজিদের প্রধান, মীরওয়াইজ উমর ফারুক গৃহবন্দী রয়েছেন। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের আগে থেকে মীরওয়াইজ উমর ফারুক গৃহবন্দী। কাশ্মীরের বেশিরভাগ মানুষ তাকে তাদের ধর্মীয় নেতা হিসাবেও বিবেচনা করে। জনসাধারণ পবিত্র রমজান মাসে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।