মহারাষ্ট্রের পর এবার উত্তর প্রদেশে লাউডস্পিকারের ওপর কড়াকড়ি, পুলিশের পদক্ষেপ গ্রহণ
https://parstoday.ir/bn/news/india-i107160-মহারাষ্ট্রের_পর_এবার_উত্তর_প্রদেশে_লাউডস্পিকারের_ওপর_কড়াকড়ি_পুলিশের_পদক্ষেপ_গ্রহণ
ভারতের মহারাষ্ট্রে লাউডস্পিকার নিয়ে চলমান বিতর্কের মধ্যে এবার বিজেপিশাসিত উত্তর প্রদেশে পুলিশ অনেক লাউডস্পিকার এবং পিএ মিউজিক সিস্টেমের উপর ব্যবস্থা গ্রহণ করেছে। উত্তর প্রদেশ পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমারের পক্ষ থেকে ওই তথ্য জানানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৬, ২০২২ ১৭:৩৯ Asia/Dhaka
  • মহারাষ্ট্রের পর এবার উত্তর প্রদেশে লাউডস্পিকারের ওপর কড়াকড়ি, পুলিশের পদক্ষেপ গ্রহণ

ভারতের মহারাষ্ট্রে লাউডস্পিকার নিয়ে চলমান বিতর্কের মধ্যে এবার বিজেপিশাসিত উত্তর প্রদেশে পুলিশ অনেক লাউডস্পিকার এবং পিএ মিউজিক সিস্টেমের উপর ব্যবস্থা গ্রহণ করেছে। উত্তর প্রদেশ পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমারের পক্ষ থেকে ওই তথ্য জানানো হয়েছে।

হিন্দি গণমাধ্যম ‘এবিপিলাইভ ডটকম’ সূত্রে প্রকাশ, এ সংক্রান্ত কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশের এডিজি বলেন, লাউডস্পিকার সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ অনুসরণ করা হচ্ছে। আমরা ১২৫টি লাউডস্পিকার নামিয়ে নিয়েছি এবং মানুষ নিজেরাই প্রায় ১৭ হাজার পিএ সিস্টেমের সাউন্ড কমিয়েছে। তিনি বলেন,  আলবিদা নামাজের জন্য উত্তর প্রদেশের স্পর্শকাতর জেলাগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এরআগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লাউডস্পিকার এবং মাইক নিয়ে নির্দেশ দিয়েছিলেন। যাতে তিনি বলেছিলেন, এ জন্য আগে অনুমতি নিতে হবে এবং যারা অনুমতি নিচ্ছেন, তাদের আওয়াজ যেন ওই চত্বর থেকে বাইরে না আসে। মুখ্যমন্ত্রী  যোগী বলেছিলেন, লাউডস্পিকারের শব্দ অন্য লোকেদের অসুবিধার কারণ হওয়া উচিত নয়। নতুন জায়গায় এখন লাউডস্পিকার বা মাইক বসাতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এরপর উত্তর প্রদেশে সাউন্ড সিস্টেম ও লাউডস্পিকার নিয়ে পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছে।

লাউডস্পিকারের বিষয়টি দেশজুড়ে আলোচনায় রয়েছে। অনেক রাজ্যে মসজিদের লাউডস্পিকার সরানোর দাবি উঠেছে। বিশেষ করে মহারাষ্ট্রে এই বিষয়টি সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি করেছে। এখানে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে ওই বিষয়ে অনেক বিবৃতি দিয়েছেন। পাশাপাশি, তিনি রাজ্য সরকারকে আল্টিমেটামও দিয়েছেন যে যদি ৩ মে’র মধ্যে মসজিদগুলো থেকে লাউডস্পিকার সরানো না হয় তবে তারা সমস্ত মন্দিরে লাউডস্পিকারে ‘হনুমান চালিসা’ পাঠ করবে।    

এরপরে,  নবনীত রানা এমপিও ঘোষণা করেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ি মাতোশ্রীর বাইরে হনুমান চালিসা পাঠ করবেন। এরপর তুমুল বিবাদের সৃষ্টি হয় এবং অবশেষে এমপি ও তার স্বামীকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও দায়ের করা হয়েছে।  

পার্সটুডে/এম এ এইচ/ এমবিএ/২৬         

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।