ভয়াবহ দাবদাহে ভারতের মহারাষ্ট্রে ২৫ জনের মৃত্যু
(last modified Tue, 03 May 2022 14:31:08 GMT )
মে ০৩, ২০২২ ২০:৩১ Asia/Dhaka
  • প্রচণ্ড দাবদাহ চলছে ভারতের মহারাষ্ট্রে
    প্রচণ্ড দাবদাহ চলছে ভারতের মহারাষ্ট্রে

ভারতের মহারাষ্ট্রে এ বছর প্রচণ্ড দাবদাহের কারণে অন্তত ২৫ জন মারা গেছে যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এতথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। শেষবার ২০১৬ সালে মহারাষ্ট্রে হিটস্ট্রোকের কারণে ১৯ জন মারা গিয়েছিল।

এদিকে, গরম থেকে রেহাই পাওয়ার এখনও কোনো আশা দেখছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। উত্তর-পশ্চিম ভারতের কিছু রাজ্য বৃষ্টির কারণে দাবদাহ থেকে কিছুটা রক্ষা পেলেও রাজস্থানের অবস্থা এখনও কঠিন। সেখানে প্রবল দাবদাহ অব্যাহত রয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, তাপপ্রবাহে পুড়ছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলো। যার মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান অন্যতম। মার্চ মাস থেকে মহারাষ্ট্রের একাধিক জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। সেই তাপপ্রবাহের দাপট এখনো চলছে। সেখানে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। 

ভারতে স্বাভাবিকভাবেই এপ্রিলের তুলনায় মে মাসে গরম পড়ে বেশি। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে দেশটির আবহাওয়া বিভাগ পূর্বাবাস দিচ্ছে।# 

পাসটুডে/এসআইবি/৩