সংখ্যাগুরুর আধিপত্য ভারতের ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক: রঘুরাম রাজন
https://parstoday.ir/bn/news/india-i107986-সংখ্যাগুরুর_আধিপত্য_ভারতের_ভবিষ্যতের_পক্ষে_বিপজ্জনক_রঘুরাম_রাজন
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন বলেছেন, সংখ্যাগুরুর আধিপত্য ভারতের ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক। এটি দেশের ভবিষ্যতের জন্য ভাল হবে না।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৫, ২০২২ ২০:৪৮ Asia/Dhaka
  • সংখ্যাগুরুর আধিপত্য ভারতের ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক: রঘুরাম রাজন

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন বলেছেন, সংখ্যাগুরুর আধিপত্য ভারতের ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক। এটি দেশের ভবিষ্যতের জন্য ভাল হবে না।

আজ (রোববার) গণমাধ্যমে প্রকাশ, একটি ওয়েব সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন,  সংখ্যাগুরুর আধিপত্যের দিকে এগোনোর যে ধারা দেখা যাচ্ছে তার ভয়ঙ্কর কুফল রয়েছে। এটা সমস্ত অর্থনৈতিক নীতির বিরোধী। সমালোচনার উপরে থাকা কিছু আইনগত বাধা অপসারণ করা প্রয়োজন। তা হলে সরকার সমালোচনা শুনে আরও বেশি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।’  

তিনি বলেন, এটি অর্থনীতিতে একটি ধ্বংসাত্মক প্রভাব ফেলে। কারণ, ভারতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রয়োজন যা সম্প্রদায়ের একটি অংশকে উপেক্ষা করে অর্জন করা যায় না। রঘুরাম রাজন বর্তমানে ইউনিভার্সিটি অফ শিকাগো বুথ স্কুল অফ বিজনেস-এর অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।  

তিনি বলেছেন, সংখ্যাগরিষ্ঠতাবাদ দেশকে এমন সময়ে বিভক্ত করছে যখন বাইরের হুমকির কারণে সময়ের প্রয়োজন হল ঐক্য। তিনি বলেন, ‘প্রতি পদে সংখ্যাগুরুর আধিপত্যের মোকাবিলা করা উচিত।’

তার মতে,  ভারতের বৃদ্ধিতে সকলকে অন্তর্ভুক্ত করতে হবে। সমাজের কোনও অংশকে  দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করলে এই ধরনের বৃদ্ধি সম্ভব নয়। ভারতের বৃদ্ধির বিষয়ে মন্তব্য করে, তিনি বলেন, এটি শক্তিশালী হওয়া সত্ত্বেও, প্রচুর সংখ্যক চাকরি তৈরি হয়নি এবং দেশ এখনও প্রাক-মহামারী লাইনের নীচে রয়েছে। পরিসংখ্যানের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকার যেন কোনো পরিসংখ্যান চাপা না দেয়। 

এরআগে রাজন ব্যাখ্যা করেছিলেন যে ‘সংখ্যালঘু বিরোধী’  ট্যাগ ভারতীয় পণ্যের বাজারে ক্ষতি করবে। তা ছাড়া বিদেশী সরকারগুলোও মনে করবে যে দেশটি অবিশ্বস্ত। তিনি আরও বলেছিলেন, আন্তর্জাতিক সম্পর্কও একই যুক্তিতে কাজ করে। সরকারগুলো সিদ্ধান্ত নেয় একটি জাতি বিশ্বাসযোগ্য কিনা তার সংখ্যালঘুদের সাথে কিরকম আচরণ করে তার উপর ভিত্তি করে।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/ ১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।