পরিবারতন্ত্র ও দুর্নীতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বললেন নরেন্দ্র মোদি   
https://parstoday.ir/bn/news/india-i111930-পরিবারতন্ত্র_ও_দুর্নীতিকে_সবচেয়ে_বড়_চ্যালেঞ্জ_বললেন_নরেন্দ্র_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বর্তমানে দেশ দু’টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। এক, পরিবারতন্ত্র। দুই, দুর্নীতি। এই দুইয়ের বিরুদ্ধেই সচেতনতা বাড়াতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলোকে স্বজনপোষণ এবং দুর্নীতি মুক্ত করতে হবে।’
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৫, ২০২২ ১৩:০৬ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি
    নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বর্তমানে দেশ দু’টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। এক, পরিবারতন্ত্র। দুই, দুর্নীতি। এই দুইয়ের বিরুদ্ধেই সচেতনতা বাড়াতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলোকে স্বজনপোষণ এবং দুর্নীতি মুক্ত করতে হবে।’

ভারতে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে আজ (সোমবার) দেশবাসীর উদ্দেশ্যে রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন।  

তিনি বলেন, ‘অনেকে দুর্নীতিতে যুক্ত থাকায় জেলে রয়েছে। তাও তাদের আলোচনা চলছে। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাতে হবে। দেশের টাকা লুট করে লুকিয়ে রাখা হচ্ছে। তাই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

দুর্নীতিগ্রস্তদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘প্রভাবশালীরাও বাঁচতে পারবেন না। যারা ব্যাংকের সম্পত্তি নিয়ে পালিয়েছিল তারা জেলে। যারা লুট করেছে তাদের সমস্ত সম্পদ ফেরাতে হবে।’   

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ২৫ বছর দেশের জন্য গুরুত্বপূর্ণ। ২৫ বছরের মধ্যে উন্নয়নশীল থেকে উন্নত দেশ হবে ভারত। ৫টি সঙ্কল্প নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। প্রথম সঙ্কল্প, ভারতের বিকাশ। দ্বিতীয় সঙ্কল্প, দাসত্ব থেকে মুক্তি। তৃতীয় সঙ্কল্প, উত্তরাধিকার নিয়ে গর্ব। চতুর্থ সঙ্কল্প, ঐক্যবদ্ধ থাকা। পঞ্চম সঙ্কল্প, নাগরিক কর্তব্যে অবিচল থাকা।’  

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আগামী ২৫ বছরের জন্য আমাদের ৫টি ভিত্তির উপর নজর দিতে হবে। ২০৪৭ সালে আমাদের স্বাধীনতাপ্রেমীদের স্বপ্ন পূরণ করতে হবে। তখন এই পঞ্চসংকল্প পূরণ করে আমাদের স্বাধীনতার ১০০ বছর পূরণ করতে হবে’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।# 

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৫