জম্মু-কাশ্মীরে ভোটার তালিকা : বাইরের লোকদের ভোট দেওয়ার অধিকার নিয়ে ক্ষুব্ধ মেহেবুবা
-
মেহেবুবা মুফতি
জম্মু-কাশ্মীরে ২০/২৫ লাখ ভোটার বৃদ্ধির পূর্বাভাসের মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছেন। তিনি বলেছেন, বহিরাগতদের ভোটাধিকার দিয়ে জম্মু-কাশ্মীরের জনগণকে ক্ষমতাহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেন।
পিডিপি সভানেত্রী, যিনি আগে রাজ্য সরকারে বিজেপির মিত্র ছিলেন, তিনি বলেন, জম্মু-কাশ্মীর বিজেপির পরীক্ষাগারে পরিণত হয়েছে। বিজেপি পিছনের দরজা দিয়ে পরিবর্তন আনতে চাচ্ছে। তিনি বলেন, এটা নির্বাচনী গণতন্ত্রের কাফনে শেষ পেরেক।
বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, এখানে বাইরে থেকে ২৫ লাখ বিজেপি ভোটারকে আনা হচ্ছে। তিনি বলেন, এটি নির্বাচনী গণতন্ত্রের কাফনের শেষ চাবিকাঠি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য, ভারতকে বেছে নিয়েছিল। তারা ধর্মনিরপেক্ষ ভারতের অংশ হতে চেয়েছিল। কিন্তু মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়েছে। সবই বিজেপির স্বার্থে হচ্ছে।
এ নিয়ে ন্যাশনাল কনফারেন্সও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছে। ভোটার তালিকায় অ-স্থানীয়দের অন্তর্ভুক্তির বিষয়ে সরকারের ঘোষণা নিয়ে আলোচনা করতে সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডা. ফারুক আবদুল্লাহ সমস্ত রাজনৈতিক দলের একটি বৈঠক ডেকেছেন।
আজ (বৃহস্পতিবার) সেখানকার মুখ্য নির্বাচনী কর্মকর্তা হৃদেশ কুমার বলেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। জম্মু-কাশ্মীরে কর্মরত সশস্ত্র বাহিনীর জওয়ানরাও ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন। এ ছাড়া, বাইরে থেকে আসা চাকুরিজীবী, শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। তিনি আরও বলেন, এই নয়া সিদ্ধান্তের ফলে প্রায় ২৫ লাখ নতুন নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে।
ওই ঘোষণার পরই প্রতিবাদে সোচ্চার হয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আব্দুল্লাহ, সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। তাদের অভিযোগ, ভিন রাজ্য থেকে ভোটার আমদানি করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রের বিজেপি সরকার।
সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বার্তায় বলেন, ‘জম্মু-কাশ্মীরের আসল ভোটারদের সমর্থন নিয়ে কী বিজেপি এতটাই অনিশ্চয়তায় ভুগছে যে আসন পেতে বাইরে থেকে ভোটার আনতে হচ্ছে? মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিলে এ সমস্ত কোনও কিছুই বিজেপির কাজে আসবে না’ বলেও মন্তব্য করেন ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ওমর আব্দুল্লাহ।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।