জম্মু-কাশ্মীরে নিহত হাবিলদার সতপাল সিং, মৃত জওয়ানের সংখ্যা বেড়ে হল ৫
https://parstoday.ir/bn/news/india-i112228-জম্মু_কাশ্মীরে_নিহত_হাবিলদার_সতপাল_সিং_মৃত_জওয়ানের_সংখ্যা_বেড়ে_হল_৫
জম্মু-কাশ্মীরে নিহত হলেন রাজস্থানের বাসিন্দা হাবিলদার সতপাল সিং। গত ১১ আগস্ট জম্মু-কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা ক্যাম্পের কাছে অজ্ঞাত গেরিলা হামলায় তিনি আহত হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২১, ২০২২ ২২:০৭ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে নিহত হাবিলদার সতপাল সিং, মৃত জওয়ানের সংখ্যা বেড়ে হল ৫

জম্মু-কাশ্মীরে নিহত হলেন রাজস্থানের বাসিন্দা হাবিলদার সতপাল সিং। গত ১১ আগস্ট জম্মু-কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা ক্যাম্পের কাছে অজ্ঞাত গেরিলা হামলায় তিনি আহত হন।

রাজপুতানা রাইফেলসের হাবিলদার সতপাল সিং গত ১০ দিন ধরে উধমপুর সেনা হাসপাতালে ভর্তি ছিলেন। গেরিলাদের সঙ্গে বন্দুকযুদ্ধে সতপাল সিংয়ের মাথায় ও কোমরে গুলির আঘাত লেগেছিল। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অপারেশনও সফল হয়েছিল, কিন্তু তিনি আর সুস্থ হতে পারেননি। আজ (রোববার) সকাল সাড়ে ৭ টা নাগাদ তার মৃত্যু হয়। 

নিহত সতপালের বড় ভাই রাজেশ বলেন, ইউনিটের কর্মকর্তারা উধমপুরে পৌঁছানোর পর ময়নাতদন্ত করা হবে। এরপর আগামীকাল (সোমবার) সন্ধ্যায় জম্মু ও দিল্লিতে তার ইউনিট ও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে লাশ নিজ গ্রামে আনা হবে। এখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য হবে। 

গত ১১ আগস্ট অজ্ঞাত গেরিলারা রাজৌরি জেলায় পারগল সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করে। এর পরেই পাল্টা গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী। কমপক্ষে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে দুই গেরিলা নিহত হয়। এ সময়ে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে নিহত হন সুবেদার রাজেন্দ্র প্রসাদ (ঝুনঝুনু, রাজস্থান), রাইফেলম্যান  লক্ষ্মণন ডি (তামিলনাড়ু), রাইফেলম্যান মনোজ কুমার, (শাহজাহানপুর, ফরিদাবাদ-হরিয়ানা) এবং রাইফেলম্যান নিশান্ত মালিক (আদর্শ নগর, হিসার-হরিয়ানা)। ভয়াবহ ওই হামলার ঘটনায় আহত দুই জওয়ানের চিকিৎসা চলছিল। আহত হাবিলদার সতপাল সিংয়ের আজ মৃত্যু হওয়ায় ওই ঘটনায় নিহত সেনা জওয়ানের সংখ্যা বেড়ে ৫ জনে পৌঁছল। #

পার্সটুডে/এমএএইচ/বাবুুল আখতার/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।