অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের কাছে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত
https://parstoday.ir/bn/news/india-i114112-অরুণাচল_প্রদেশের_তাওয়াংয়ের_কাছে_সেনাবাহিনীর_হেলিকপ্টার_বিধ্বস্ত_পাইলট_নিহত
ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের কাছে সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় একজন পাইলট নিহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৫, ২০২২ ১৭:৩৪ Asia/Dhaka
  • অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের কাছে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের কাছে সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় একজন পাইলট নিহত হয়েছেন।

হেলিকপ্টারটিতে দু’জন পাইলট ছিলেন, যার মধ্যে লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদব নামে একজন পাইলট নিহত হয়েছেন। একইসঙ্গে অন্য একজন পাইলটকে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

বলা হচ্ছে, সকালে হেলিকপ্টারটি নিয়মিত ফ্লাইটের জন্য রওয়ানা হয়েছিল। সেটি আজ (বুধবার) সকাল ১০টার দিকে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর উভয় পাইলটকে আশঙ্কাজনক অবস্থায় সেনা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এ সময়ে লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদব মারা যান। ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ওই বিষয়ে তদন্তের পরে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। 

প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল এএস ওয়ালিয়া বলেন, চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে চীন সীমান্তের কাছে। তিনি বলেন, ‘হেলিকপ্টারটি স্বাভাবিকভাবে উড্ডয়ন করে এবং সকাল ১০টার দিকে বিধ্বস্ত হয়। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।’

কর্নেল ওয়ালিয়া বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে দু’জন পাইলট ছিলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন, গুরুতর আহত অন্য পাইলট চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত জুলাই মাসে রাজস্থানের বাড়মেরের ভিমদার কাছে বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় এতে থাকা দু’জন পাইলটই নিহত হয়েছিলেন।   

গত বছরের ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশের প্রথম ‘সিডিএস’ জেনারেল বিপিন রাওয়াত মারা যান। এরপর ৯ মাসেরও বেশি সময় ধরে চিফ অফ ডিফেন্স স্টাফের পদটি শূন্য ছিল। সম্প্রতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে দেশের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) করা হয়েছে। ২০১৯ সালের ১৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল কেল্লা থেকে ‘সিডিএস’-এর পদ ঘোষণা করেছিলেন। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৫    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।