ভারতীয় সেনার হস্তক্ষেপের ফলে চীনা সেনা পিছু হঠতে বাধ্য হয়েছে : রাজনাথ সিং
-
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনার হস্তক্ষেপের ফলে চীনা সেনারা পিছু হঠতে বাধ্য হয়েছে।
অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চীনা সেনা জওয়ানদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে তিনি আজ (মঙ্গলবার) সংসদে এক বিবৃতিতে এ ধরণের মন্তব্য করেন। তাওয়াংয়ের ঘটনায় আজ সংসদে রাজনাথ সিং বলেন, ৯ ডিসেম্বর পিএলএ সেনা বাহিনী তাওয়াং সেক্টরের ইয়াংতসে এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) দখল করে একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সেনাবাহিনী দৃঢ়তার সাথে চীনের ওই প্রচেষ্টার মোকাবিলা করেছে। ওই সংঘর্ষে হাতাহাতির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনী সাহসিকতার সাথে পিএলএকে আমাদের ভূখণ্ডে দখল করা থেকে বাধা দিয়েছে এবং তাদের ফিরে যেতে বাধ্য করেছে।’
তিনি বলেন, ‘ওই সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন জওয়ান আহত হয়। আমি এই সদনকে বলতে চাই যে আমাদের কোনো সেনা মারা যায়নি এবং কেউ গুরুতর আহত হয়নি। ভারতীয় সেনা কমান্ডারদের সময়মত হস্তক্ষেপে পিএলএ সৈন্যরা তাদের জায়গায় ফিরে গেছে। ওই ঘটনার পর, এলাকার স্থানীয় কমান্ডার প্রতিষ্ঠিত ব্যবস্থায় ১১ ডিসেম্বর তার চীনা প্রতিপক্ষের সাথে একটি পতাকা বৈঠক করেন এবং ঘটনাটি নিয়ে আলোচনা করেন। চীনা পক্ষকে এ ধরণের পদক্ষেপ থেকে বিরত থাকতে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে বলা হয়েছে। চীনের সঙ্গে কূটনৈতিক পর্যায়েও বিষয়টি উত্থাপিত হয়েছে।’
রাজনাথ সিং আরও বলেন, ‘আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বাহিনী আমাদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর বিরুদ্ধে যেকোনো প্রচেষ্টা বন্ধ করতে সর্বদা প্রস্তুত। আমি নিশ্চিত যে এই হাউস সর্বসম্মতিক্রমে আমাদের বাহিনীর বীরত্ব ও সাহসকে সমর্থন করবে।’
এদিকে, ভারত-চীন সেনা সংঘর্ষের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সাথে বিশেষ বৈঠক করেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান (অব.) উপস্থিত ছিলেন৷ এছাড়া উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা এবং গিরিধর আরমানে।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যতদিন দেশে বিজেপি সরকার রয়েছে। দেশের এক ইঞ্চি জমিও ছিনিয়ে নিতে পারবে না কেউ। আমি তাওয়াংয়ের সেনা জওয়ানদের অভিবাদন জানাতে চাই, যারা ৮ ও ৯ ডিসেম্বরের রাতে অরুণাচল প্রদেশের সীমান্তে চীনা সেনাবাহিনীর সামনে রুখে দাঁড়িয়েছিলেন’ বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ