উত্তরপ্রদেশের মোরাদাবাদের মুসলিম ব্যবসায়ীকে গণপিটুনি, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে চাপ, ধৃত ২
https://parstoday.ir/bn/news/india-i118444-উত্তরপ্রদেশের_মোরাদাবাদের_মুসলিম_ব্যবসায়ীকে_গণপিটুনি_জয়_শ্রীরাম’_ধ্বনি_দিতে_চাপ_ধৃত_২
ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে বসবাসকারী এক মুসলিম ব্যবসায়ীকে গণপিটুনি দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৪, ২০২৩ ১৮:৩৫ Asia/Dhaka
  • উত্তরপ্রদেশের মোরাদাবাদের মুসলিম ব্যবসায়ীকে গণপিটুনি, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে চাপ, ধৃত ২

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে বসবাসকারী এক মুসলিম ব্যবসায়ীকে গণপিটুনি দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে।

পদ্মাবত এক্সপ্রেস ট্রেনে দিল্লি থেকে মোরাদাবাদ আসার সময় ওই ব্যবসায়ীকে মারধর করেছে কয়েকজন দুর্বৃত্ত। গোটা ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।এর পরে রেলওয়ে পুলিশ বেরেলি স্টেশন থেকে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোরাদাবাদের বাসিন্দা।     

ভুক্তভোগী ব্যবসায়ী অসীম হুসেন বলেছেন, তিনি পিতলের ব্যবসা করেন এবং এ ব্যাপারে তিনি দিল্লিতে গিয়েছিলেন। দিল্লি থেকে ফেরার সময় তিনি পদ্মাবত এক্সপ্রেসের সাধারণ বগিতে বসেছিলেন। এই ট্রেনটি হাপুর রেলস্টেশনে থামলে কিছু যুবক বগিতে ঢুকে চলন্ত ট্রেনে তাকে মারধর শুরু করে।   

তিনি বলেন, হামলাকারীরা তার দাড়ি চেপে ধরে তাকে ‘চোর’ বলে মারধর শুরু করে। অসীম হুসেন বলেন, হামলাকারীরা তাকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বলে এবং তিনি তা করতে অস্বীকার করলে তারা তার জামাকাপড় খুলে তাকে বেল্ট দিয়ে মারতে থাকে এবং অজ্ঞান না হওয়া পর্যন্ত তাকে মারধর করতে থাকে।

তিনি বলেন, ঘটনার সময় ট্রেনের বগিতে প্রচুর ভিড় ছিল, কিন্তু কেউ তাকে বাঁচানোর চেষ্টা করেনি। এদিকে ট্রেনটি মোরাদাবাদ স্টেশনের কাছে পৌঁছলে প্ল্যাটফর্মের আগেই কেউ তাকে ট্রেন থেকে ফেলে দেয়। রাতে পরিচিত এক ব্যক্তির সহায়তায় বাড়িতে পৌঁছান তিনি। ভয়ে তিনি এ ঘটনায় থানায় অভিযোগও করেননি। কিন্তু কেউ একজন এই পুরো ঘটনার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। ভিডিওটি দেখার পর অবশেষে রেল পুলিশ তৎপর হয়েছে।   

‘জিআরপি’ মোরাদাবাদের সিও বলেছেন, ট্রেনে মারধরের ঘটনায় জড়িত দুই যুবককে বেরেলি রেলস্টেশনে পুলিশ গ্রেফতার করেছে। নির্যাতিত ব্যক্তি এ ক্ষেত্রে এগিয়ে আসেনি, তাই পুলিশ তার অপেক্ষায় ছিল। অন্যদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, ভুক্তভোগী ব্যবসায়ী মোরাদাবাদ জিআরপিতে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে অভিযোগ করেছেন। ওই ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি গুরুতর, সে কারণেই গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অন্যদিকে, এ সংক্রান্ত ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর আতঙ্কিত ভুক্তভোগী প্রকাশ্যে এসে যেভাবে ঘটনার বিবরণ দিয়েছেন, তাতে ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আজ (শনিবার) হিন্দি গণমাধ্যম ‘আজতক’ সূত্রে প্রকাশ, ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার অভিযোগে বলেছেন, হাপুর থেকে ৮/১০ জন লোক পদ্মাবত এক্সপ্রেসের একই সাধারণ বগিতে উঠেছিলেন, যেটিতে আমি দিল্লি থেকে যাচ্ছিলাম। ট্রেন চলা শুরু হওয়ার সাথে সাথে তারা আমাকে ধাক্কা মারতে শুরু করে। আমার কাছে এসে দাড়ি ধরে টান দেয়। তারা আমাকে লাথি ও ঘুষি মারতে শুরু করে এবং আমাকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করে। আমি স্লোগান না দিলে তারা আমার সব জামাকাপড় খুলে ফেলে। এ সময়ে তারা আমার খালি কোমরে চামড়ার বেল্ট দিয়ে মারতে শুরু করে। আমার পকেটে থাকা ২২০০ টাকাও তারা বের করে নেয়।  

অসীম হুসেন আরও বলেন, তাদের একজন তখন আমাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি নিচে পড়ে অজ্ঞান হয়ে যাই। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে কেউ আমাকে কাপড় দিয়ে রিকশায় বসিয়ে দেয়। এর পর কোনোমতে আমার বাসায় আসি বলেও জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অসীম হুসেন। #

   

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।